Tuesday, August 12, 2025

বলেছিলে ধার করে চলতেছি, কিন্তু এত বড় একটি আয়োজন কীভাবে সম্ভব হলো? -সারজিসকে তাসনিম জারার প্রশ্ন

আরও পড়ুন

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উত্তরবঙ্গ সফর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। শতাধিক গাড়ির বিশাল বহর নিয়ে নিজ জেলা প্রবেশের ঘটনায় জনগণের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে এবার এনসিপির সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারা খোলাখুলি প্রশ্ন তুলেছেন সারজিস আলমের উদ্দেশে।

সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক খোলা চিঠিতে তিনি লেখেন, “প্রিয় সারজিস, আমি এই চিঠিটি লিখছি আমাদের দলের নীতিগত অবস্থান ও স্বচ্ছতার প্রশ্ন থেকে। সম্প্রতি তোমার নিজ জেলায় শতাধিক গাড়ির বহর নিয়ে প্রবেশের ঘটনা জনমনে প্রশ্ন তুলেছে।”

আরও পড়ুনঃ  গাজা যোদ্ধাদের নতুন প্রধানের মৃত্যুতে জামায়াতের শোক

তাসনিম জারা চিঠিতে সারজিস আলমের আগের এক বক্তব্যের প্রসঙ্গ টেনে আনেন, যেখানে তিনি বলেছিলেন, “আমার আসলে এই মুহূর্তে কোন টাকা নাই। ধার করে চলতেছি। এইটাই হচ্ছে রিয়্যালিটি। আমার পকেটে মানিব্যাগও নেই।” এই মন্তব্যের কারণে সারজিসের প্রতি জনগণের সহানুভূতি তৈরি হয়েছিল এবং দলীয় সংগ্রামের প্রতি মানুষের আস্থা আরও বেড়েছিল বলে উল্লেখ করেন জারা।

কিন্তু সেই প্রেক্ষাপটে এত বড় আয়োজনের অর্থায়ন কীভাবে হলো, তা নিয়ে জনগণের মনে প্রশ্ন ওঠা স্বাভাবিক বলে মনে করেন তিনি। দল যে স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার ভিত্তিতে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার প্রতিশ্রুতি দিয়েছে, সে অবস্থান থেকে এসব প্রশ্নের জবাব দেওয়া জরুরি বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ  জুলাই গণহত্যার বিচার কোন আদালতে হবে, জানালেন আইন উপদেষ্টা

চিঠির শেষে তাসনিম জারা আশাবাদ ব্যক্ত করেন যে, সারজিস আলম বিষয়টি আন্তরিকভাবে বিবেচনা করে জনগণের সামনে গ্রহণযোগ্য ও পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবেন। এতে দলের ভাবমূর্তি আরও শক্তিশালী হবে বলেই তার বিশ্বাস।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ