Monday, August 18, 2025

কাঁচি দিয়ে উপর্যুপরি আঘাত করে জামায়াত নেতাকে হত্যা

আরও পড়ুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় জামায়াতের এক নেতাকে কাপড় কাটার কাঁচি দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার কলাউজান ইউনিয়নের কানুরাম বাজারে এই ঘটনা ঘটে।

নিহত জামায়াত নেতার নাম নুরুল হক (৫৩)। তিনি ওই ইউনিয়নের বলিপাড়া এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে। পেশায় পল্লিচিকিৎসক ছিলেন তিনি।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সজীব বড়ুয়া (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবক একই ইউনিয়নের বড়ুয়াপাড়া এলাকার খোকা বড়ুয়ার ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর।

আরও পড়ুনঃ  ভারতে পাচারকালে কুমিল্লা সীমান্তে ফের ইলিশের চালান জব্দ

নিহত নুরুল হক জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন কলাউজান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড শাখার তত্ত্বাবধায়ক ছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি আব্দুস সালাম।

এ বিষয়ে কানুরাম বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক বাদশা মিয়া বলেন, জামায়াত নেতা নুরুল হক কানুরাম বাজারের একটি চেম্বারে রোগী দেখেন। সোমবার সন্ধ্যায় তিনি পাশের একটি গ্রাম থেকে রোগী দেখে চেম্বারে ফিরে দেখেন, সজীব বড়ুয়া মাদকাসক্ত হয়ে তার চেম্বারে বমি করেছেন। এতে নুরুল হক ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে সজীবকে তাড়িয়ে দেন। এর জেরে সজীব পাশের একটি দরজির দোকান থেকে কাপড় কাটার কাঁচি নিয়ে নুরুল হকের মুখে উপর্যুপরি আঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযুক্ত সজীব বড়ুয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।

আরও পড়ুনঃ  নোয়াখালীতে লুট হওয়া অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাহিদ হাসান বলেন, সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে নুরুল হককে হাসপাতালে আনেন স্থানীয় লোকজন। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার মুখে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় তার।

এদিকে ঘটনার পরপরই লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে যায়। লোহাগাড়া থানার উপপরিদর্শক (এস আই) মো. জাহেদ হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় সজীব বড়ুয়া নামের এক যুবককে আটক করেছে। পাশাপাশি মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় তদন্তসাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ