Wednesday, March 26, 2025

‘আমরা আ.লীগকে একদম গোড়া থেকে উপড়ে ফেলবো ইনশাআল্লাহ’

আরও পড়ুন

একজন ফ্যাসিস্ট চলে গেলে আরেকজন সেই জায়গা দখল করে নেয়। কিন্তু আমাদের লক্ষ্য হবে কোনো ফ্যাসিস্টকেই মাথা তুলে দাঁড়াতে না দেওয়া। এভাবেই ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মেসবাহ কামাল মুন্না।

সোমবার (২৪ মার্চ) বিকেলে সাতক্ষীরা লেক ভিউ কনভেনশন সেন্টারে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেসবাহ কামাল মুন্না বলেন, আজকের এই মাহফিলে আমরা সেই সব শহীদদের স্মরণ করছি, যারা নিজেদের রক্ত দিয়ে আমাদের পথ দেখিয়েছেন। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজও লড়াই করছি, স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে।

আরও পড়ুনঃ  পাকিস্তানিদের জন্য বাংলাদেশের ভিসা প্রক্রিয়া সহজ হলো

আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে তিনি বলেন, আমরা আওয়ামী লীগকে একদম গোড়া থেকে উপড়ে ফেলবো, ইনশাল্লাহ। রিফাইন্ড আওয়ামী লীগ, হাসিনার আওয়ামী লীগ, শেখ মুজিবের আওয়ামী লীগ, কোনো আওয়ামী লীগেরই বাংলায় জায়গা হবে না! গর্তের ভেতর পালিয়ে থাকলেও, সেই গর্ত থেকে টেনে এনে বিচার করা হবে।

তিনি আরও বলেন, আমরা এমন একটি ব্যবস্থা তৈরি করব, যেখানে আওয়ামী লীগ একটি গালি হিসেবে পরিণত হবে। মানুষ আওয়ামী লীগের পরিচয় দিতে লজ্জা পাবে। কাউকে ‘আওয়ামী লীগ’ বললে যেন সেটা একটি গালি হয়ে দাঁড়ায়। ইনশাল্লাহ, বাংলার মাটিতে আওয়ামী লীগের মাথা উঁচু করতে দেওয়া হবে না!

আরও পড়ুনঃ  আন্দোলনে গুলিবিদ্ধ আরিফের মৃত্যু

অনুষ্ঠানে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করতে হলে জনগণের সচেতনতা বাড়াতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো স্বৈরাচার, কোনো ফ্যাসিস্ট মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।

জাতীয় নাগরিক কমিটি সাতক্ষীরা সদরের প্রতিনিধি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ