Monday, March 31, 2025

হেলিকপ্টারে হাসপাতালে নেওয়ার অবস্থায়ও ছিলেন না তামিম

আরও পড়ুন

খেলা চলাকালীন মাঠে হঠাৎ অসুস্থ হয়ে মাঠ ছাড়লেন তামিম ইকবাল। বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ডিপিএলের অষ্টম রাউন্ডের ম্যাচ চলছিল মোহামেডানের।

ফিল্ডিংয়ের সময় হঠাৎ বুকে ব্যথায় অসুস্থ হয়ে পড়েন মোহামেডানের অধিনায়ক তামিম। চিকিৎসার জন্য মেঘনা এভিয়েশনের একটি হেলিকপ্টারও বিকেএসপিতে আসে। কিন্তু হেলিকপ্টারে নেওয়ার অবস্থায় ছিলেন না বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক।

অসুস্থতার তীব্রতা দেখে দ্রুতই বিকেএসপির নিকটস্থ ফজিলাতুন্নেছা মুজিব কেপিআই হাসপাতাল, বর্তমান নাম কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে তামিমকে। তার আগে বিকেএসপির মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়।

আরও পড়ুনঃ  ‘ভারত চাইলে যেকোনো সময় তিনটি দলকে নামিয়ে দিতে পারে’

মোহামেডানের কর্মকর্তারা তামিমে সঙ্গেই আছেন। বিসিবির কর্তারাও যাচ্ছেন তামিমকে দেখতে। তার স্ত্রী ও বড় ভাই নাফিস ইকবালও হাসপাতালের উদ্দেশে রওনা দিয়েছেন।

সবশেষ পাওয়া তথ্যমতে, বর্তমানে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে তামিম ইকবালকে। তার জন্য দেশবাসীর দোয়া চেয়েছে পরিবার।

সর্বশেষ সংবাদ