Tuesday, March 25, 2025

প্রবাসীর স্ত্রীকে প্রেমের ফাঁদে ফেলেন আ.লীগ নেতা, অতঃপর…

আরও পড়ুন

কিশোরগঞ্জের ভৈরবে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় এক আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হয়েছে। শনিবার (২২ মার্চ) রাতে উপজেলার শ্রীনগর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার জাকির হোসেন শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, উপজেলার শ্রীনগর গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে প্রেমের ফাঁদে ফেলে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক করে আসছিল জাকির হোসেন। পরে বিষয়টি জানাজানি হলে বিয়ের জন্য চাপ দেন ভুক্তভোগী নারী। এতে অভিযুক্ত জাকির হোসেন অস্বীকৃতি জানালে বিষপানে আত্মহত্যার চেষ্টাও করেন নারী। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুনঃ  ১১ সন্তানের বাবা ভাত না পেয়ে আদালতে মামলা

এ ঘটনায় শনিবার ভুক্তভোগী নারী বাদী হয়ে জাকির হোসেনকে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলায় রাতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ