Monday, August 18, 2025

১০ বছর ধরে চার গ্রামের মানুষকে সেহরিতে ডাকছেন আবদুল্লাহ

আরও পড়ুন

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় চাচা ভাতিজি নিহত
১০ বছর ধরে চার গ্রামের মানুষকে সেহরিতে ডাকছেন আবদুল্লাহ

হাতীবান্ধায় গত ১০ বছর ধরে সেহরি খাওয়ার জন্য মাইকিং করে মুসলিমদের ডেকে তোলেন আবদুল্লাহ। ছবি : এনটিভি
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজন ইউনিয়নের গোনাপাড়া গ্রামের বাসিন্দা আবদুল্লাহ। গত ১০ বছর ধরে রামজান মাসে সাইকেলে মাইক বেঁধে গ্রামে গ্রামে ঘুরে সেহরির জন্য মাইকিং করে মুসলিমদের ডেকে তোলেন তিনি। তার মাইকিং শুনে সেহরি খায় চার গ্রামের মানুষ। শুধু সেহরিতেই নয়, এলাকায় কেউ মারা গেলে সেই মাইকিংও করেন আবদুল্লাহ। তবে এসবের জন্য কোনও টাকা নেন না তিনি।

আরও পড়ুনঃ  অস্ট্রেলিয়ায় গাড়িচাপায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত

স্থানীয়রা জানান, আবদুল্লাহ রমজান মাসে রাত জেগে প্রতিদিন সেহরির সময় মাইকিং করে মুসলিমদের ডেকে তোলেন। দীর্ঘদিন ধরে তিনি এই কাজটা করে যাচ্ছেন। এটা সত্যিই প্রশংসনীয়।

এ বিষয়ে আবদুল্লাহ বলেন, সম্মানীর জন্য এ কাজ করি না। নিজের ভালো লাগা, সৃষ্টিকর্তার সন্তুষ্টি ও সওয়াবের জন্যই এই কাজ করছি। ২০১৫ সাল থেকে রমজানের সেহরির সময় মাইকিং করি। গত ১০ বছর ধরে সেহরির সময় কোনোদিন আমি মাইকিং বাদ দেইনি। আল্লাহর রহমতে অসুস্থতা কিংবা বৈরী আবহাওয়া কোনো কিছুই আমাকে বিরত রাখতে পারেনি। যতদিন বেঁচে আছি কাজটি যেন করতে পারি এটাই প্রার্থনা।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ