পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের সুমন্দির ছেলে এনামুল হাসান শিকদার পেলেন কালিশুরী ইউনিয়ন বিএনপির সদস্য পদ। তাকে এ পদ দেওয়ায় ইউনিয়নের নেতাকর্মী সমর্থকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে।
এনামুল হাসান কালিশুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান নেছার উদ্দিন শিকদার জামালের চাচাতো ভাই এবং পটুয়াখালী আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের আপন সুমন্দির ছেলে।
এনামুল হাসানের বিরুদ্ধে ফ্যাসিস্ট হাসিনার বিগত ১৫ বছর ক্ষমতার দাপট দেখিয়ে স্থানীয় অনেক ব্যক্তির জমি দখল ও সালিশির নামে বাণিজ্যসহ কালিশুরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দলিল উদ্দিন মোল্লা ধলুর জমি জোরপূর্বক দখল করে রেখেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কালিশুরী ইউনিয়ন বিএনপির কয়েক নেতা বলেন, এনামুল জীবনে কখনও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। বিগত ২০১৬ সালের কালিশুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ৪নং কালিশুরী ওয়ার্ডে নৌকা মার্কার এজেন্ট ছিলেন।
অথচ গত ১৫ মার্চ তাকে কালিশুরী ইউনিয়ন বিএনপির সদস্য পদ দেওয়া হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃধা ও সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ স্বাক্ষরিত এক পত্রে তাকে এ সদস্য পদ দেওয়া হয়।
আর এ আনন্দে এনামুল ১৭ মার্চ কালিশুরী হাইস্কুল সংলগ্ন নিজ বাড়িতে তিনি ৩টি খাশি দিয়ে ভুড়িভোজ করেন। তবে সেই ভুড়িভোজে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কোনো নেতা-কর্মী উপস্থিত ছিলেন না। এনামুলকে বিএনপির সদস্য পদ দেওয়া কালিশুরী ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে অসন্তুষের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, ওই ইউনিয়ন থেকে বিএনপি নেতৃবৃন্দ তার ব্যাপারে সুপারিশ করায় তাকে সদস্য করা হয়েছে। তার বিষয়ে আমি বিস্তারিত কিছু জানতাম না।