Monday, August 18, 2025

নতুন নেতৃত্বে আওয়ামী লীগ রাজনীতি করতে চাইলে বাঁধা নেই: রিজভী

আরও পড়ুন

জনগণের কাছে ক্ষমা চেয়ে গণহত্যার সঙ্গে জড়িতদের বাদ দিয়ে নতুন নেতৃত্বে আওয়ামী লীগ রাজনীতি করতে চাইলে তাতে কোনো বাঁধা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২১ মার্চ) এক অনুষ্ঠানে তিনি বলেন, গণহত্যার সঙ্গে জড়িত এবং লুটতরাজদের বিচার নিশ্চিত করতে হবে সবার আগে।

দক্ষিণখানে অসহায় ও দুস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। এবং সংস্কার কমিশনের সুপারিশগুলো নির্বাচিত সরকার পূরণ করবে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুনঃ
আরও পড়ুনঃ  অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে

সর্বশেষ সংবাদ