Monday, August 18, 2025

আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে ছাত্রজনতা আবারো রাজপথ দখল করবে: সাদিক কায়েম

আরও পড়ুন

জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম আজ এক ফেসবুক পোস্টে আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে জুলাইয়ের ছাত্রজনতা আবারো রাজপথ দখল করবে বলে হুঁশিযার করেন।

সাদিক কায়েম বলেন, “আমাদের চোখের সামনে শহীদের লাশগুলো এখনো জীবন্ত। এতো রক্ত, এতো কুরবানীর পরও যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হয়,জুলাইয়ের ছাত্রজনতা আবারো রাজপথ দখল করবে।”
তিনি আরও জানান,“যে কোনো মূল্যে খুনী লীগকে নিষিদ্ধ করতে হবে। ফ্যাসিবাদী রাজনীতি টিকিয়ে রাখার জন্য আবু সাঈদ, ওয়াসিম, শান্ত, আলী রায়হান, মুগ্ধ ও রিয়া গোপ-রা জীবন দেয় নাই।”
এসময় বিভিন্ন ধরণের মতামত দেখা যায় কমেন্ট বক্সে। কেউ লিখেছেন,শাহবাগে‌‌ ব্যান আওয়ামী লীগ মঞ্চ করতে । রাস্তায় না নামলে কাজ হয়না।‌ আরেকবার রেমিট্যান্স শাট ডাউনের ডাক দিতে দাবি জানান সাধারণ জনতা।

আপনার মতামত লিখুনঃ
আরও পড়ুনঃ  স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় মারধর, আটক ৩

সর্বশেষ সংবাদ