Monday, August 18, 2025

দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব জেলায়

আরও পড়ুন

চৈত্রের শুরু থেকেই ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রার পারদ। ইতোমধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৩৬ ডিগ্রিতে। সর্বত্রই যখন গরমে হাঁসফাঁস জনজীবন, তখন দুপুরের মধ্যেই দেশের কয়েকটি জেলায় তীব্র বজ্রপাতসহ ঝরতে পারে স্বস্তির বৃষ্টি।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৭টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেয়া এক পোস্টে এমন আশঙ্কার কথা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

পোস্টে এই আবহাওয়াবিদ লিখেছেন, বৃহস্পতিবার সকাল ৭টার পর থেকে দুপুর ১২টার মধ্যে রাজশাহী বিভাগের সব জেলা এবং খুলনা বিভাগের উত্তর দিকের জেলাগুলো ছাড়াও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপর দিয়ে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  মাথাপিছু জিডিপিতে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

এই সময়ের মধ্যে সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার কোনো কোনো উপজেলার উপরেও তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ