জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত জসিম হালদারের মেয়ে ও দুমকি সরকারি জনতা কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী গণধর্ষণের শিকার হয়েছেন।
মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় পটুয়াখালীর দুমকির পাঙ্গাশিয়া নলদোয়ানি এলাকায় ঘটনা ঘটে
অভিযোগে জানা যায়, জুলাই আগষ্ট গন আন্দোলনে পুলিশের গুলিতে নিহত জসীম হাওলাদারের মেয়ে দুমকি সরকারি জনতা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বাবার কবর জেয়ারত করে নানা বাড়ি ফিরছিলেন। মুন্সিবাড়ি এলাকায় আসলে আগেই ওৎ পেতে থাকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মৃত মামুন মুন্সির ছেলে সাকিব মুন্সী (১৯) ও সোহাগ মুন্সির ছেলে সিফাত মুন্সী (২০) মুখ চেপে ধরে জোর করে রাস্তা থেকে দুরে বাগান বাড়ীতে নিয়ে যায়। সেখানেই পালাক্রমে ধর্ষণ করে। ভিকটিম ডাক চিৎকার দিলেও আশেপাশে কোনো ঘর-বাড়ী না থাকায় কেউ শুনতে পায়নি। এক পর্যায় অভিযুক্তরা ভিকটিমের ছবি তোলে এবং কাউকে কিছু বললে তা নেটে ছেড়ে দেবে বলে ভয় দেখিয়ে চলে যায়।
বুধবার ভিকটিম বিষয়টি দুমকি থানায় এসে অভিযোগ দায়ের করেন। দমকি থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ জাকির হোসেন বলেন অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে।