Wednesday, March 19, 2025

ঘুমন্ত রোজাদার গার্মেন্টসকর্মীকে ধর্ষণচেষ্টা, যেভাবে গ্রেপ্তার হলেন বখাটে খায়রুল

আরও পড়ুন

বগুড়ার ধুনট উপজেলায় ঘরে ঢুকে ঘুমন্ত রোজাদার গার্মেন্টসকর্মীকে (১৭) ধর্ষণচেষ্টা মামলার আসামি খায়রুল ইসলাম সরকারকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ মার্চ) সকালে ধুনট থানা থেকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। খায়রুল ইসলাম উপজেলার মাঠপাড়া গ্রামের কমর উদ্দিন সরকারের ছেলে। এর আগে শুক্রবার মধ্যরাতে তথ্য প্রযুক্তির ব্যবহার করে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার হরিনাথপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারীর বাবা প্রায় ১১ বছর আগে মারা গেছেন। মাকে নিয়ে অভাব অনটনের সংসার তার। মেয়েটির মা ক্ষেতখামারে কৃষি শ্রমিকের কাজ করেন। আর ভুক্তভোগী মেয়েটি ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। শারীরিক অসুস্থতার কারণে কয়েকদিন আগে মেয়েটি পোশাক কারখানা থেকে ছুটি নিয়ে গ্রামের বাড়িতে আসেন।

আরও পড়ুনঃ  নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাস থেকে ৩০ ফুট নিচে বাস, নিহত ১

গত ১২ মার্চ সকাল ৫টায় মা অন্যের জমিতে আলু তোলার কাজে ফসলের মাঠে যান। এ সময় মেয়েটি মায়ের ঘরে ঘুমিয়ে পড়েন। বাড়িতে অন্য কোনো লোকজন না থাকার সুযোগে প্রতিবেশী খায়রুল কৌশলে দরজা খুলে ঘরে ঢুকে ঘুমন্ত ওই গার্মেন্টসকর্মীকে ধর্ষণের চেষ্টা চালায়। তখন মেয়েটির চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছালে খায়রুল পালিয়ে যান। এ ঘটনায় ১২ মার্চ দুপুরের পর ভুক্তভোগী মেয়েটির মা বাদী হয়ে খায়রুলের বিরুদ্ধে থানায় মামলা করেন।

আরও পড়ুনঃ  ব্রাহ্মণবাড়িয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম গ্রেপ্তার

উল্লেখ্য, ২০২৪ সালের ৩ মার্চ রাতে একই গ্রামে চেতনানাশক পদার্থ মিশ্রিত চানাচুর, বিস্কুট ও জুস খাইয়ে বৃদ্ধা নানীকে অচেতন করে তার স্কুল পড়ুয়া নাতনিকে ধর্ষণচেষ্টা মামলায় আসামি খায়রুল। এ ছাড়া তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। ধর্ষণচেষ্টা মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। প্রায় এক মাস আগে কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরে এসে ঘরে ঢুকে গার্মেন্টসকর্মীকে ধর্ষণের চেষ্টা চালায় খায়রুল।

আরও পড়ুনঃ  কৃষি পুনর্বাসন ও প্রণোদনার টাকা ‘আত্মসাৎ’ করলেন কৃষি কর্মকর্তা

মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই হারুন অর রশিদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে আসামি খায়রুল ইসলাম। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ