Monday, August 18, 2025

হত্যা মামলা থেকে আ. লীগ নেত্রীর নাম সরাতে তদবির, ব্যবসায়ী গ্রেপ্তার

আরও পড়ুন

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলা থেকে এক আওয়ামী লীগ নেত্রীর নাম বাদ দেওয়ার জন্য ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে অমিত বণিক নামের এক ব্যবসায়ীকে বিরুদ্ধে। এ ঘটনায় মামলার পর ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার সকালে ব্যবসায়ী অমিত বণিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ও রংপুর মহানগর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে রংপুর মহানগর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যাচেষ্টা মামলার আসামি আওয়ামী লীগ নেত্রী লিপি ভরসা। অন্যদিকে ব্যবসায়ী অমিত বণিক নিজেকে পুলিশের সাথে সখ্যতা রয়েছে উল্লেখ করে লিপি খান ভরসাকে ওই মামলা থেকে সুরক্ষা ও নাম বাদ দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এই সংক্রান্ত একটি কল রেকর্ড ভাইরাল হয়। এরই প্রেক্ষিতে অমিত বণিকের নামে লিপি ভরসার ম্যানেজার পলাশ হাসান বাদী হয়ে বৃহস্পতিবার (১৩ মার্চ) একটি চাঁদাবাজির মামলা করেন। সেই মামলায় বৃহস্পতিবার বিকেলে অমিত বণিককে গ্রেপ্তার দেখানো হয়।

আরও পড়ুনঃ  বেরোবি শিক্ষার্থী আবু সাঈদের জানাজায় মানুষের ঢল

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, অমিত বণিকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে অর্থ জোগান দেওয়া এবং আন্দোলন দমাতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংগঠিত করার অভিযোগও আছে। এছাড়াও মানি লন্ডারিং ও অবৈধ অর্থ লেনদেনেরও অভিযোগ আছে। এ বিষয়গুলোও খতিয়ে দেখা হচ্ছে। একই সাথে লিপি খান ভরসা অবৈধ সুবিধা নেওয়ার জন্য যোগসাজশ করেছে। সে কারণেও তাঁকে আইনের আওতায় আনা হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ