Sunday, August 17, 2025

ককটেল ফাটিয়ে সোনার দোকানে ডাকাতি, মালিক নিহত

আরও পড়ুন

সাভারের আশুলিয়ায় ককটেল ফাটিয়ে সোনার দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে আহত দোকান মালিকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

রোববার (৯ মার্চ) রাত ৯টার দিকে নয়ারহাট এলাকায় দিলীপ স্বর্ণালয় নামে একটি দোকানে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, রাতে তারাবির নামাজের সময় ফাঁকা বাজারে নিজ সোনার দোকান বন্ধ করছিলেন মালিক দিলীপ দাস। এসময় ৪-৫ জন দুর্বৃত্ত ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়িয়ে দোকান মালিক দিলীপকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। এ সময় দোকান মালিকের কাছে থাকা একটি ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দোকান মালিককে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  নভেম্বরে মোবাইল ইন্টারনেট গ্রাহক কমেছে ৪৪ লাখ

এ ঘটনায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করলেও লুট হওয়া জিনিসপত্রের পরিমাণ জানাতে পারেনি। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন কালবেলাকে বলেন, সিসিটিভি ফুটেজে ৪ জন লোক দেখা গেছে। দোকান মালিক দিলীপ যখন তালা বন্ধ করে দোকান থেকে বের হচ্ছিল তখন তাকে পেছন থেকে আঘাত করে। পরে তিনি সামনে ঘুরলে আবারও তাকে আঘাত করা হয়। তার হাতে একটি ব্যাগ ছিল। সেই ব্যাগ হামলাকারীরা ছিনিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক বলে যুবদল নেতার ফেসবুক পোস্ট

তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজে ধোঁয়া দেখা গেছে। সম্ভবত তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ