Sunday, August 17, 2025

আ.লীগ নেতাদের সঙ্গে ওসির ছবি ভাইরাল, অপসারণের দাবিতে বিএনপির ঝাড়ু মিছিল

আরও পড়ুন

হবিগঞ্জে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নবীগঞ্জ থানার ওসির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এর জেরে তাকে অপসারণের দাবিতে নবীগঞ্জে ঝাড়ু মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সম্প্রতি নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেনের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকালে নবীগঞ্জ শহরের গোল্ডেন প্লাজার সামনে থেকে উপজেলা যুবদল নেতা শেখ শিপনের নেতৃত্বে ঝাড়ু মিছিল বের হয়। মিছিলটি নবীগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার মোড়ে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।

আরও পড়ুনঃ  মোদীর পোস্ট নিয়ে তীব্র প্রতিক্রিয়া হাসনাত আবদুল্লাহর

এতে উপজেলা জাসাসের সদস্য সচিব কাজী সেলিমের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আল আমিন তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসররা এখনও চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। উপজেলা কৃষক লীগের সদস্য সচিব ফরহাদুজ্জামান মুহিত সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করলে যুবদল নেতা শেখ শিপন বাদী হয়ে নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ নিয়ে যান। কিন্তু তিন সপ্তাহ অতিবাহিত হলেও তার বিরুদ্ধে নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেন কোনও ব্যবস্থা গ্রহণ করেননি।’

আরও পড়ুনঃ  চাঁদপুরে রমজানে হোটেল-রেস্তোরাঁ খোলা রাখলে জরিমানার নোটিশ

আওয়ামী লীগকে পুনর্বাসন করার পূর্বপরিকল্পনা অনুযায়ী নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেন গোপনে কাজ করছেন অভিযোগ করে বক্তারা আরও বলেন, ‘যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেনের বাড়িতে গিয়ে মিটিং করে পরবর্তীতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, আউশকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেনসহ ছবি ওঠান ওসি কামাল। ওই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। পরে নবীগঞ্জ থানার ওসির অপসারণের দাবি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।’

আরও পড়ুনঃ  মনে করেছিলাম ২০২৪ সালে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু হয়নি: হিরো আলম

ভাইরাল ছবি প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘আমি জালালপুরে একটি এতিমখানায় গিয়েছিলাম। সেখানে মাদ্রাসার প্রিন্সিপালসহ কিছু মানুষ আমার সঙ্গে ছবি তোলে। যাদের মধ্যে অনেককেই আমি চিনি না। প্রিন্সিপালের ছবি বাদ দিয়ে ছবির অপরাংশ (সম্পাদিত) ফেসবুকে পোস্ট করা হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ