সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর গ্রেফতার সাবেক ডেপুটি গভর্নর সীতাংশু কুমার (এসকে) সুর/ফাইল ছবি
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সীতাংশু কুমার (এসকে) সুরকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সংস্থাটির একটি আভিযানিক দল তাকে ঢাকার সেগুনবাগিচা থেকে গ্রেফতার করে। দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন না এসকে সুর ও তার স্ত্রী
সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধে দুদকের মামলা
গত ২৩ ডিসেম্বর এসকে সুরের বিরুদ্ধে মামলা করে সংস্থাটি। সম্পদ বিবরণী নোটিশের জবাব না দেওয়ায় তার বিরুদ্ধে নন-সাবমিশন মামলা করা হয়।
দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম বলেন, এসকে সুরকে আজ গ্রেফতার করা হয়েছে। এখন তাকে আদালতে নেওয়া হবে।
আপনার মতামত লিখুনঃ