Tuesday, March 18, 2025

‘ভারতের ধৈর্যের বাঁধ ভাঙলে ৫ ড্রোনই যথেষ্ট’

আরও পড়ুন

অতি বাড় বেড়ো না, ঝড়ে ভেঙে যাবে। পিপিলিকার পাখা গজায়, মরিবার তরে। ভারতের ধৈর্যের বাঁধ ভাঙলে, ৫-৭ ড্রোন পাঠিয়ে দিলেই সব শেষ। লাদেনের থেকেও খারাপ অবস্থা হবে। সীমান্ত ইস্যুতে মুখ খুলতে গিয়ে আবারো বাংলাদেশ ও বাংলাদেশিদের উদ্দেশ্যে তাচ্ছিল্যের সুরে নেতিবাচক মন্তব্য করেছেন বিজেপি নেতা ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী। লাদেনের সঙ্গে তুলনা টেনে কটাক্ষ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকেও।

রোববার (১২ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শুভেন্দু বলেন, ওরা যুদ্ধ যুদ্ধ খেলায় মেতেছে। ওদের যুদ্ধ থামাতে ভারতের ট্যাংক বা বন্দুকের দরকার নেই। কলকাতার ফোর্ট উইলিয়াম (সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দপ্তর) থেকে ৪-৫টা ড্রোন পাঠালে সব খেলা শেষ হয়ে যাবে।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জে আ. লীগ নেতাকে ধরতে গিয়ে হামলায় ৫ পুলিশ আহত

তিনি আরও বলেন, ভারত অত্যন্ত দায়িত্বশীল দেশ। দুর্বল দেশকে কখনো আক্রমণ করে না। কিন্তু কী করা যাবে, পিপীলিকার ডানা গজায় মরিবার তরে। ওরা জানে না, আমাদের বিএসএফ বা সেনা পাঠানোর দরকার হবে না। ওরা জানে না, ভারত এখন ড্রোনে কত উন্নত। যদি ভারতের ধৈর্যের বাঁধ ভাঙে, তাহলে গোটা পাঁচেক ড্রোন পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষ হয়ে যাবে। এখানে ফোর্ট উইলিয়াম থেকে প্রেস করবে…ওখানে ধপাধপ চলে যাবে।

আরও পড়ুনঃ  ‘আ.লীগ সব অপকর্মের আগে জয় বাংলা বলতো, বঙ্গবন্ধুকে ব্যবহার করতো’

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে উপহাস করে শুভেন্দু বলেছেন, ইউনূসের অবস্থা ওসামা বিন লাদেনের থেকেও খারাপ হবে।

এরপরই পশ্চিমবঙ্গের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গের অবস্থা খুবই খারাপ। এখানে রাষ্ট্রবাদী একটা সরকার দরকার। যে সরকার রাষ্ট্রবিরোধী শক্তি এবং মৌলবাদী জঙ্গিবাদকে জিরো টলারেন্স নীতি নিয়ে খতম করবে। এছাড়া পশ্চিমবঙ্গে বাঁচার কোনো রাস্তা নেই। পশ্চিমবঙ্গ এখন জঙ্গিদের বাসভূমি হয়ে গেছে।

সর্বশেষ সংবাদ