Wednesday, April 2, 2025

শাহ আমানত বিমানবন্দরে মানব পাচারকারী গ্রেপ্তার

আরও পড়ুন

চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে দুবাই যাওয়ার সময় এক মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে বিমানবন্দরে দায়িত্বরত পুলিশ ও এনএসআই দল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হলেও বিমানবন্দর কৃর্তপক্ষ আজ রবিবার সকালে বিষয়টি জানিয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম ইফতেখারুল আলম রনি।

তার বাড়ি ফেনীর ফজিলপুর ৭ নম্বর ওয়ার্ডে। পিতার নাম নুরে জামান।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, শনিবার রাত ৮ টা ৫০ মিনিটের দিকে বিমানবন্দর এনএসআই-এর তথ্যের ভিত্তিতে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ ও এনএসআই দল মানবপাচারের অন্যতম হোতা ইফতেখারুল আলম রনিকে গ্রেপ্তার করেছে।

আরও পড়ুনঃ  জগন্নাথের ২য় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দিতে নীতিগত সিদ্ধান্ত

তিনি চট্টগ্রাম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ফ্লাইট যোগে দুবাই যাচ্ছিলেন।

রনি মানবপাচারের সাথে জড়িত এবং এ চক্রের অন্যতম হোতা। তার বিরুদ্ধে মানবপাচার অপরাধ দমন ট্রাইবুনাল নং-২, জেলা ও দায়রা জজ, কুমিল্লায় একটি মামলা চলমান রয়েছে।
আরো পড়ুন

এছাড়াও কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া থানায় রনির বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে আজ রবিবার একটি মামলা করা হয়েছে। এ মামলার এজাহার দাখিল করেছে চট্টগ্রাম বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।

সর্বশেষ সংবাদ