Thursday, March 20, 2025

লস অ্যাঞ্জেলেসের দাবানলকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের সঙ্গে তুলনা নেটিজেনদের

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে বহু ঘরবাড়ি পুড়ে গেছে। অনেকে বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। এ ঘটনাকে গাজার সঙ্গে তুলনা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী অনেকে। গাজায় ইসরায়েলের চলমান বোমা হামলার ফলে সেখানে লাখ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। মারা গেছেন ৪৬ হাজার মানুষ। খবর মিডল ইস্ট আই

লস অ্যাঞ্জেলেসে তিনদিন ধরে ভয়াবহ দাবানলে ১১৭ স্কয়ার কিলোমিটার এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। ১ লাখ ৮০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে।

আরও পড়ুনঃ  ছিলেন জন্মগত বয়রা, গ্রেনেড হামলার ভুক্তভোগী সেজে ‘আওয়ামী গডফাদার’

স্বর্গের শহর হিসেবে পরিচিত ‘লস অ্যাঞ্জেলেসের’ এমন পরিণতির জন্য অনেক আমেরিকান ফায়ার সার্ভিস বিভাগের ১৮ মিলিয়ন ডলার বাজেট কমানো এবং ইসরায়েলে আর্থিক সহযোগিতা বাড়ানোকে দায়ী করেছেন। গত সপ্তাহে বাইডেন প্রশাসন ইসরায়েলে ৮ বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছে।

ফিলিস্তিনের সাংবাদিক আহমেদ এলদিন এক্স পোস্টে বলেন, ‘লস অ্যাঞ্জেলেসের ফায়ার বিভাগের জন্য ১৭.৬ মিলিয়ন ডলার বাজেট কমানো হয়েছে। অন্যদিকে ইসরায়েলের ২৩ বিলিয়ন ডলারের অস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।’

আরও পড়ুনঃ  ‘কাকরাইল মসজিদ এবং ইজতেমার মাঠ সাদপন্থী মুক্ত রাখতে হবে’

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের অনেকে আবার লস অ্যাঞ্জেলেসের দাবানল এবং গাজায় ইসরায়েলি আগ্রাসনে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের নিয়ে সমবেদনা প্রকাশের ক্ষেত্রে পার্থক্য খুঁজেছেন। তারা বলছেন, দাবানলে ক্ষতিগ্রস্তদের প্রতি যেভাবে সমবেদনা প্রকাশ করা হচ্ছে ইসরায়েলি হামরায় ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনের ক্ষেত্রে তার বিপরীত দেখা যাচ্ছে। জাতিসংঘের ত্রাণ সংস্থা জানিয়েছে, ইসরায়েলি হামলায় ১৯ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে।

সর্বশেষ সংবাদ