Thursday, March 20, 2025

সাগরে জেলের জালে পাঁচ মন ওজনের পাখি মাছ,বিক্রি পনের হাজার টাকায়

আরও পড়ুন

কক্সবাজার টেকনাফ বঙ্গোপসাগরে ধরা পড়েছে বড় আকারের একটি পাখি মাছ। টেকনাফে শাহপরীর দ্বীপ জেটি ঘাটে মাছের বাজারে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন মাঝি জিয়াবুল।

পাঁচ মণ ওজনের এই মাছটি তার জালে ধরা পড়েছে। বৃহস্পতিবার (৯জানুয়ারি) সেন্টমার্টিন সংলগ্ন মৌলবি শীল এলাকায় জাল ফেলার পর অন্যান্য মাছের সঙ্গে এই বিশাল পাখি মাছটি ধরা পড়ে।শুক্রবার সকালে শাহপরীরদ্বীপ জেটি ঘাটে নিয়ে আসলে মাছটি দেখতে ভিড় করেন উৎসুক জনতা।মাছটির দাম হাঁকানো হয় ৪৫ হাজার টাকা।

আরও পড়ুনঃ  স্মৃতিসৌধে ফুল দিতে এসে গ্রেফতার আ.লীগ নেতা, ছেড়ে দেওয়া হলো মেয়েকে

ট্রলারের মাঝি জিয়াবুল হক বলেন জানান, “দুইদিন আগে এফবি রফিক নামের একটি ট্রলার নিয়ে ১৫ জেলেসহ গভীর সাগরে মাছ শিকারের উদ্দেশ্যে যাই। পরে বৃহস্পতিবার সেন্টমার্টিন সংলগ্ন মৌলবি শীল এলাকায় জাল ফেলার পর অন্যান্য মাছের সঙ্গে এই বিশাল পাখি মাছটি ধরা পড়ে। মাছটির তেমন চাহিদা না থাকায় মাত্র ৪৫ হাজার টাকা দাম দেওয়া হয়েছে। পরে এক ব্যাবসায়ী ১৫ হাজার টাকায় কিনে নিয়েছে।”

টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন,সেন্টমার্টিন সংলগ্ন মৌলবি শীল এলাকায় ৫মণ ওজনের একটি পাখি মাছ জেলেদের জালে ধরা পরেছে। সাধারণত পাখি মাছগুলো অনেক দ্রুত গতির। ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে দৌড়ায়।

আরও পড়ুনঃ  বিজয় দিবসের ব‌্যা‌না‌রে শেখ মুজিবের ছবি, কারণ দর্শা‌নোর নো‌টিশ

“এ মাছটি খেতে খুব সুস্বাদু। টেকনাফ এলাকায় এই মাছের চাহিদা না থাকাই ৫ মণ ওজনের বিশাল আকারের মাছটি বিক্রি হল মাত্র ১৫ হাজার টাকায়।

সর্বশেষ সংবাদ