Friday, January 10, 2025

জাবিতে শেখ হাসিনা ও শেখ রাসেল হলের নাম পরিবর্তনের দাবি

আরও পড়ুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা ও শেখ রাসেল হলের নাম পরিবর্তনসহ দুই দাবি জানিয়েছে গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন।

বুধবার (৮ জানুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের কার্যালয়ে দেখা করে স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে তারা শেখ হাসিনা হলের নাম পরিবর্তনের পাশাপাশি নতুন হল শেখ রাসেল হলের নাম পরিবর্তনের দাবি জানান। এছাড়া ১৫ জুলাই রাতকে ‘কালরাত’ এবং ১৭ জুলাইকে ‘শোক দিবস’ হিসেবে ঘোষণার দাবিও জানান তারা।

আরও পড়ুনঃ  বুধবার দেশের যেসব জায়গায় বন্ধ থাকবে ব্যাংক

গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের সদস্য জান্নাত ঝলক বলেন, ৫ আগস্টের পর ফ্যাসিস্ট শেখ হাসিনার নামে হলে থাকার বিষয়টি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা শেখ হাসিনা হলের নাম পরিবর্তনের পাশাপাশি নতুন হল শেখ রাসেল হলের নামও পরিবর্তনের দাবি জানিয়েছি। উপাচার্য আমাদের দাবির বিষয়ে ইতিবাচক মত দিয়েছেন।

গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আবদুর রশীদ জিতু বলেন, ১৫ জুলাই রাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক ভয়ংকর রাত। সেদিন নিষিদ্ধ ছাত্রলীগের নৃশংস হামলা আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য একটি কালো অধ্যায় হয়ে আছে। পাশাপাশি ১৭ জুলাই পুলিশের বর্বরোচিত হামলায় অনেক শিক্ষার্থী আহত হয়েছিল। আমরা চাই এই দুটি দিন স্মরণীয় রাখতে যথাক্রমে ১৫ জুলাইকে ‘কালরাত’ এবং ১৭ জুলাইকে ‘শোক দিবস’ ঘোষণা করা হোক।

আরও পড়ুনঃ  ওবায়দুল কাদেরের বাড়িতে অগ্নিসংযোগ, আ.লীগের কার্যালয়ে আগুন

সর্বশেষ সংবাদ