Monday, August 18, 2025

ঢাবির বঙ্গবন্ধু হলের নতুন ভবনের নাম ‘জুলাই শহীদ স্মৃতি ভবন’

আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাতির জনক বঙ্গবন্ধু হলের নবনির্মিত ভবনের নাম ‘জুলাই শহীদ স্মৃতি ভবন’ নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-৫) থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬(১১৯), জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ১০০০ শিক্ষার্থীর জন্য নবনির্মিত ১১ তলা হল ভবনের নাম শিক্ষার্থীদের প্রস্তাবিত নাম থেকে নামকরণের বিষয়ে প্রাধ্যক্ষ মহোদয়ের পত্র সম্পর্কে আলোচনা করা হয়। উল্লেখ্য, উক্ত ভবনের নামকরণের বিষয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নাম প্রস্তাব করার জন্য বলা হয়েছিল।

আরও পড়ুনঃ  মৌলবাদীদের হাতে ক্ষমতা দিতে ‌১৫ বছর আন্দোলন করিনি: ব্যারিস্টার খোকন

শিক্ষার্থীরা- ‘জুলাই স্মৃতি ভবন’, ‘জুলাই বিপ্লব ভবন’, ‘জুলাই ২৪ ভবন’, ‘বিজয় ২৪ ভবন’ নাম প্রস্তাব করে বলে জানানো হয়।

এতে আরও বলা হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ১০০০ শিক্ষার্থীর জন্য নবনির্মিত ১১ তলা হল ভবনের নাম ‘জুলাই শহীদ স্মৃতি ভবন’ নামকরণ করা হলো।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ