Monday, August 18, 2025

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় জামায়াত আমির

আরও পড়ুন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ বৈঠকে নির্বাচন, দুর্নীতি, অর্থনৈতিক চ্যালেঞ্জ ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস সচিব শফিকুল আলম এক প্রেস ব্রিফিংয়ে এ বৈঠকের তথ্য জানান। ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন, “দেশের সামগ্রিক উন্নয়ন ও সংস্কারের জন্য একসঙ্গে কাজ করার বিষয়ে উভয় পক্ষের মধ্যে মতবিনিময় হয়েছে।

আরও পড়ুনঃ  বক্তব্য ভাইরাল হওয়া সেই ওসিকে প্রশংসাপত্র পাঠালেন আইজিপি

বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ইতিবাচক মনোভাব প্রকাশ করা হয়। এ ছাড়া আলোচনার মাধ্যমে জাতীয় সমস্যা সমাধানের বিষয়ে একমত পোষণ করেন তারা।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ