Monday, January 6, 2025

নবম-দশম শ্রেণির বাংলা বইয়ের প্রচ্ছদে আবু সাঈদের ছবি নেই

আরও পড়ুন

এনসিটিবির ওয়েবসাইটে প্রকাশিত বই (প্রথম দুটি) ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভুয়া প্রচ্ছদ
নবম-দশম শ্রেণির বাংলা বইয়ের মলাটে আবু সাঈদের প্রচ্ছদ দিয়ে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবিটি শেয়ার করে দাবি করা হয়, পাঠ্যবইয়ের মলাটে আবু সাঈদের ছবি যুক্ত করা হয়েছে। এ নিয়ে নেটিজেনদের মধ্যে চলতে থাকে আলোচনা-সমালোচনা। তবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেই ছবিটি সত্য নয় বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।

রিউমর স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়, নবম ও দশম শ্রেণির বাংলা সাহিত্য বইয়ের মলাটে আবু সাঈদের ছবি সংযুক্ত করার দাবিটি সঠিক নয়৷ প্রকৃতপক্ষে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় নবম ও দশম শ্রেণির বাংলা সাহিত্য বইয়ের মলাট সদৃশ ছবিতে আবু সাঈদের ছবি সম্পাদনা করে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

আরও পড়ুনঃ  ব্যারিস্টার সুমনের দুই চোখে হাহাকার, আদালতে কেঁদে বুক ভাসালেন

রিউমর স্ক্যানার বলছে, এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত সম্ভাব্য প্রথম ফেসবুক পোস্টটি খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম। পরবর্তী অনুসন্ধানে বাংলা সাহিত্যসহ নবম-দশম শ্রেণির পাঠ্যপুস্তক মুদ্রণ, বিতরণ ও পরিমার্জনের সঙ্গে যুক্ত থাকা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ওয়েবসাইটে অনুসন্ধানে ২০২৫ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের নবম-দশম শ্রেণির পাঠ্যপুস্তকগুলো পাওয়া যায়৷ ওই ওয়েবসাইটে ২০২৫ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের নবম-দশম শ্রেণির বাংলা ভার্সন ও ইংরেজি ভার্সনের জন্য বাংলা সাহিত্য বইটিও পাওয়া যায়৷ বইটির মলাট পর্যবেক্ষণ করলে দেখা যায় তাতে আবু সাঈদের ছবির বদলে দুইটি পালকের ছবি রয়েছে।

আরও পড়ুনঃ  ফরিদপুরে পুলিশ জনতা সংঘর্ষে আহত অর্ধশত

বাংলা সাহিত্য ছাড়াও বাংলা সহপাঠ ও বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের মলাট পর্যবেক্ষণ করলেও আবু সাঈদের ছবি পাওয়া যায়নি। পাশাপাশি ২০২৫ শিক্ষাবর্ষের দাখিল স্তরের নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য বইয়ের মলাট পর্যবেক্ষণ করলেও তাতে আবু সাঈদের ছবি পাওয়া যায়নি, বরং পাতা সদৃশ একটি ছবি পাওয়া যায়।

প্রতিষ্ঠানটির দাবি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও ২০২৫ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য বইয়ের মলাটে আবু সাঈদের ছবি সংযুক্তির বিষয়ে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

আলোচিত দাবিটির বিষয়ে জানতে রিউমর স্ক্যানার টিম জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান প্রফেসর ড. এ কে এম রিয়াজুল হাসানের সঙ্গে যোগাযোগ করে। তিনি আলোচিত দাবিটি ভুয়া নিশ্চিত করে জানান, এটি (প্রচারিত দাবিটি) পুরোপুরি অপতথ্য। আমাদের বাংলা সাহিত্য বইয়ে আবু সাঈদের ফটো দিয়ে মলাট করা হয়নি।

আরও পড়ুনঃ  ইজতেমার ১ম পর্বে জুবায়েরপন্থিরা, ২য় পর্বে আসতে পারেন মাওলানা সাদ

তবে, রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ্যবইয়েও পরিবর্তন হচ্ছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়। বিনামূল্যের এসব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি বা দেয়ালে আঁকা ছবি। আর এতদিন ধরে চলা পাঠ্যবইয়ের পেছনের প্রচ্ছদে থাকা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও তার উদ্ধৃতি বাদ যাচ্ছে। একইসঙ্গে ইতিহাসনির্ভর বিষয়েও অনেক পরিবর্তন আনা হচ্ছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ