Thursday, March 20, 2025

বৈষম্যবিরোধী ছাত্রদের বাসে হামলার ২ দিন পরও মামলা হয়নি

আরও পড়ুন

বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলার ঘটনার ২ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত মামলা হয়নি। কাউকে গ্রেপ্তারও করতে পারেনি আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা। পুলিশ বলছে শিক্ষার্থীরা অভিযোগ দিলে মামলা দায়ের করা হবে।

এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধি সাইফ নেওয়াজ বলেন, হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আমাদের যোগাযোগ চলছে। মূল হামলাকারী ও পরিকল্পনাকারীদের শনাক্ত করে মামলা করা হবে।

আরও পড়ুনঃ  ৬ ব্যাংক পেল সাড়ে ২২ হাজার কো‌টি টাকা রোববার থেকে চাহিদা অনুযায়ী টাকা পাবেন গ্রাহকরা

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, হামলার ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে। শিক্ষার্থীদের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। তারা অভিযোগ দিলে মামলা দায়ের করা হবে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি।

উল্লেখ, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) আনুমানিক বেলা সাড়ে ১১টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট মাদরাসাঘাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির ঢাকাগামী গাড়িবহরের শিক্ষার্থীদের গাড়ি লক্ষ্য করে দূর্বৃত্তরা ইট-পাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করে। পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় ওই এলাকা। পুলিশ ও সেনাবাহিনী প্রায় দুই ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হয়। আড়াই ঘণ্টা পরে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এই সংঘর্ষে এখন পর্যন্ত তেইশ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ও মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে ৩ জন স্থানীয় বাসিন্দা রয়েছেন।

আরও পড়ুনঃ  কখন ঢাকায় পৌঁছাবেন ড. ইউনূস জানা গেল

সর্বশেষ সংবাদ