Sunday, August 17, 2025

কৃষকের ৫০০ কলাগাছ কেটে দিল যুবলীগ কর্মীরা

আরও পড়ুন

পাবনার ঈশ্বরদীতে কৃষকের অন্তত ৫০০ কলাগাছ কেটে ফেলেছে স্থানীয় যুবলীগ কর্মীরা। শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার দাশুড়িয়ার আজমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, প্রকাশ্যে এসব কলাগাছ কাটার নেতৃত্ব দেন ওই এলাকার যুবলীগ কর্মী মুক্তার হোসেন। এ সময় তার সাথে ছিলেন আরো ১০-১৫ জন।

এ ঘটনায় ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সোয়াইবুর রহমান ইমরান।

অভিযোগে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় কলার আবাদ করছিলেন ইমরান। তবে পাশেই মুক্তার হোসেন নামের ওই এলাকার যুবলীগ কর্মী জমি ক্রয় করে৷ পরে কৌশলে ইমরানের জমি দখলে নেয়ার চেষ্টা করে। জমি দখলে বাধা দেওয়ায় জোরপূর্বক প্রকাশ্য দিবালোকে কলাগাছগুলো কেটে ফেলেন মুক্তার হোসেন ও তার অনুসারীরা।

আরও পড়ুনঃ  ‘তর ছেরারে মাইরালবাম, রান কাইট্যা টুকরা করবাম; সময় গনতে থাক’

এ সময় অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাব ধারণা করছেন ভুক্তভোগী কৃষক। শুক্রবার রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ইমরান।

ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি৷ ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে অভিযুক্ত যুবলীগ কর্মী মুক্তার হোসেনের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ