Friday, April 25, 2025

আগামী ১৬ ডিসেম্বরের আগেই হাসিনাসহ জুলাই গণহত্যাকারীদের বিচার

আরও পড়ুন

জুলাই-অগাস্টের গণহত্যাকারীদের বিচার আগামী বিজয় দিবসের আগেই সম্পন্ন হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, এই রায়ের মাধ্যমেই আগামী বছরের বিজয় দিবস উদযাপিত হবে।

শনিবার (২৭ ডিসেম্বর) কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ‘ঐক্য, সংস্কার ও নির্বাচন’ শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে আসিফ নজরুল এসব কথা বলেন।Travel packages

তিনি বলেন, “জুলাই গণহত্যার বিচারকাজ আমরা শুরু করেছি। আশা করছি, বিচারিক আদালতে এটি আগামী বিজয় দিবসের আগেই সম্পন্ন হবে। এই রায়ের মাধ্যমে আমরা বিজয় দিবস সেলিব্রেশন করব।”

আরও পড়ুনঃ  সেনাবাহিনীর উচ্চপদে রদবদল, ডিজিএফআইয়ের নতুন ডিজি জাহাঙ্গীর আলম

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রিত্ব ছেড়ে ভারতে চলে যাওয়ার পর তার এবং তার দলের মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে বিভিন্ন মামলার কথা উল্লেখ করেন আসিফ নজরুল। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনাসহ নেতাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। জুলাই-অগাস্ট গণহত্যার অভিযোগে শেখ হাসিনার গ্রেপ্তারের জন্য পরোয়ানাও জারি হয়েছে।

আসিফ নজরুল আরও বলেন, “বিদায়ী সরকারের আমলে চারটি মানবতাবিরোধী অপরাধ ঘটেছে। এর মধ্যে রয়েছে জুলাই-অগাস্ট গণহত্যা, বিডিআর বিদ্রোহ, শাপলা হত্যাকাণ্ড এবং ধারাবাহিক গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড। আমাদের সরকার যতদিন থাকবে, এই অপরাধগুলোর বিচারে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”

আরও পড়ুনঃ  আ.লীগ নেতাকে ধরিয়ে দিলেন স্থানীয় জনতা

অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম জানান, “আমাদের লক্ষ্য উচ্চপর্যায়ের অপরাধীদের বিচার নিশ্চিত করা। আশা করছি, আগামী এক বছরের মধ্যে আমরা এই বিচার শেষ করতে পারব।”

বক্তারা ডিজিএফআই, র‍্যাব ও ডিবি বিলুপ্ত করার দাবি জানিয়ে বলেন, অপরাধের স্বচ্ছ তদন্ত ও বিচার নিশ্চিত করাই জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ।

সর্বশেষ সংবাদ