Monday, July 28, 2025

খুলনা আদালত চত্বরে ছাত্রলীগ নেতা রনবীরকে মারধর

আরও পড়ুন

খুলনা মহানগর ছাত্রলীগের সহসভাপতি রনবীর বাড়ৈ সজলকে (৩৫) বিক্ষুব্ধ জনতা মারধর করেছে। আজ শনিবার (২৮ ডিসেম্বর) বেলা ১টার দিকে আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ ছাড়া আদালত থেকে তাঁকে প্রিজন ভ্যানে তোলার সময় ডিম নিক্ষেপ করা হয় বলেও জানা গেছে।

গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে বাগেরহাটের মোংলার খাসেরডাংগা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তাঁর বিরুদ্ধে খুলনা মহানগর ও জেলার পাঁচ থানায় হত্যাসহ সাতটি মামলা রয়েছে।

আরও পড়ুনঃ  ডাকাত সন্দেহে গুলশানে ভবন ঘেরাও, চলছে অভিযান

আদালত ও স্থানীয় সূত্র জানায়, রনবীর বাড়ৈ সজলকে আদালতে তোলার সময় বিক্ষুব্ধ জনতা তাঁকে মারধর করে। পরে এজলাস থেকে বের করে পুলিশ ভ্যানে তোলার সময় তাঁকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। এ সময় তাঁর বিচার দাবিতে বিক্ষুব্ধ জনতা মিছিলও করেন। তখন তড়িঘড়ি করে পুলিশ ভ্যানে তুলে সজলকে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপির) গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর আলম জানান, গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের খুলনা নগরের সহসভাপতি রনবীর বাড়ৈ সজলের বিরুদ্ধে নগরীর সোনাডাঙ্গা, খালিশপুর ও খুলনা সদর থানায় পাঁচটি মামলা এবং জেলার বটিয়াঘাটা থানায় একটি হত্যা ও রূপসা থানায় একটি মারামারি মামলা রয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ