Monday, August 18, 2025

আলবেনিয়ায় ১ বছরের জন্য নিষিদ্ধ হচ্ছে টিকটক

আরও পড়ুন

গতমাসে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করার পর আগামী বছর থেকে এক বছরের জন্য ভিডিও অ্যাপ টিকটক নিষিদ্ধ করেছেন আলবেনিয়ান সরকার। রোববার (২২ ডিসেম্বর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, নভেম্বরে ওই ছুরিকাঘাতের ঘটনায় দেশটির স্থানীয় মিডিয়া জানিয়েছে যে সোশ্যাল মিডিয়ায় দুই কিশোরের মধ্যে তর্কের পরে হত্যার ঘটনা ঘটে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে নাবালকদের হত্যাকে ভিডিও ছড়িয়ে পড়ে। অনেকেই সেই হত্যাকে সমর্থন করার বিষয়টি আরও জটিল হয়ে ওঠে।

আরও পড়ুনঃ  ছড়িয়ে পড়ল আ.লীগ নেতার ৫ মিনিটের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও

এমন ঘটনার পর প্রধানমন্ত্রী এডি রামা দেশজুড়ে অভিভাবকদের ও শিক্ষকদের সাথে বৈঠকের পর অ্যাপটি এক বছরের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেন।

শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানায় প্রধানমন্ত্রী এডি রামা। তিনি বলেন, “এক বছরের জন্য, আমরা সকলের জন্য এটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেব। আলবেনিয়াতে কোন টিকটক থাকবে না।”

প্রধানমন্ত্রী রামা স্কুলে ও বাইরের কিশোরদের মধ্যে সহিংসতার জন্য সোশ্যাল মিডিয়া এবং বিশেষ করে টিকটককে দায়ী করেছেন।

আরও পড়ুনঃ  অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজ বন্ধ ঘোষনা করলো শিক্ষার্থীরা

উল্লেখ্য, ফ্রান্স, জার্মানি এবং বেলজিয়ামসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশগুলোর সরকার। এছাড়াও গত মাসে অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সম্পূর্ণভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার অনুমোদন দিয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ