সম্প্রতি বাংলাদেশে একজন হিন্দু মেয়েকে নির্যাতন করার পর পানিতে ডুবিয়ে হত্যা করা হয়েছে দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে। ভিডিওটিতে উত্তেজিত জনতাকে একজন মেয়েকে নানাভাবে নির্যাতনের পর একটি পুকুরে নামতে বাধ্য করতে দেখা যায়।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশে হিন্দু মেয়েকে নির্যাতনের পর পানিতে ডুবিয়ে হত্যা করার দাবিটি সঠিক নয়। বরং, হেনস্তার শিকার মেয়েটি মুসলিম। তার নাম আফসানা ইবাদ টিকলি। এছাড়াও তার মারা যাওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।
দাবিটির বিষয়ে অনুসন্ধানে রির্ভাস ইমেজ সার্চের মাধ্যমে সাকির উল্লাহ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ৭ আগস্ট প্রচারিত আলোচিত ভিডিওটির একটি বর্ধিত সংস্করণ খুঁজে পাওয়া যায়।
ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, ভাইরাল ভিডিওটির শেষাংশে ওই নারীকে শুধু পুকুরে নিয়ে যেতে দেখা গেলেও এ ভিডিওটিতে তাকে পুনরায় পুকুর থেকে সুস্থ অবস্থায় তুলে আনতেও দেখা যায়। এছাড়াও ভিডিওটির শেষের দিকে একজন ব্যক্তিকে এসে ওই নারীকে নিয়ে যেতেও দেখা যায়। পাশাপাশি জানা যায়, ভিডিওটি গত ৭ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ায় ধারণ করা হয়েছে এবং উক্ত নারী একজন ছাত্রলীগ নেত্রী।
পরবর্তীতে ওই তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে বাংলা মিরর নিউজ নামের একটি ইউটিউব চ্যানেলে ৮ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ায় জনতার হাতে ছাত্রলীগ নেত্রী আটক শীর্ষক শিরোনামে প্রচারিত একই ঘটনার আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
৫ মিনিট ৪১ সেকেন্ডের ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, ওই ভিডিওটির সাথে আগের ভিডিওটির মিল রয়েছে। তবে ভিডিওটির শেষাংশে হেনস্তার শিকার ওই নারীকে নিয়ে আগের ব্যক্তিকে একটি রিক্সায় করে চলে যেতে দেখা যায়।
পরবর্তী অনুসন্ধানে মোহাম্মদ মোস্তফা নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ১০ আগস্ট প্রচারিত একটি আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটি পর্যালোচনা করে জানা যায়, ওই ভিডিওটিতে হেনস্তার শিকার নারীর ব্যাগ থেকে প্রাপ্ত জিনিসগুলো দেখানো হচ্ছে। ভিডিওটির নিচের দিকে হেনস্তার ঘটনার কয়েকটি ছবিও দেখতে পাওয়া যায়। এছাড়াও ভিডিওটিতে দেখতে পাওয়া একজন নারী হেনস্তাকারীকে ওই ভিডিওতে হেনস্তার শিকার নারীর ব্যাগ থেকে বিভিন্ন জিনিসপত্র বের করে ক্যামেরার উদ্দেশে দেখাতে লক্ষ্য করা যায়।
ভিডিওটির এক পর্যায়ে হেনস্তার শিকার হওয়া নারীর ব্যাগ থেকে উপজেলা পরিষদ নির্বাচনে তার পোলিং এজেন্ট সংক্রান্ত পরিচয়পত্র বের করে দেখাতে দেখা যায়। যেখানে নামের স্থলে আফসানা ইবাদ নাম দেখতে পাওয়া যায়। যা থেকে হেনস্তার শিকার নারীর নামের বিষয়ে নিশ্চিত হওয়া যায়।
সুতরাং, আফসানা ইবাদ টিকলি নামের মুসলিম নারী ছাত্রলীগ কর্মীর হেনস্তার পুরোনো ভিডিওকে বাংলাদেশে হিন্দু মেয়ে নির্যাতন ও হত্যার দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।