সচিববিহীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ১০ দিন ধরে সচিববিহীন চলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা এবং সুরক্ষা সেবা বিভাগের কার্যক্রম। এর আগে গত ৮ই ডিসেম্বর পদত্যাগপত্র জমা এবং ১০ই ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন সাবেক স্বরাষ্ট্র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন। তিনি একইসঙ্গে জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগের (অতিরিক্ত) দায়িত্ব পালন করেন। ড. মোমেনের পদত্যাগের পর বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের পদ শূন্য। সচিববিহীন স্বরাষ্ট্রে বর্তমানে ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন জননিরাপত্তা বিভাগে (আইন ও শৃঙ্খলা অনুবিভাগ) অতিরিক্ত সচিব ড. নাসিম আহমেদ ও সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (কারা অনুবিভাগ) মো. মিজানুর রহমান।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক অতিরিক্ত সচিব বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। এ ছাড়া এর আগে যিনি সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি জননিরাপত্তা এবং সুরাক্ষা সেবা উভয় বিভাগের দায়িত্ব পালন করেন। দুই বিভাগের আলাদা সচিব দেয়া হবে কিনা সেটা নতুন করে ভাবা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ এক হওয়ার আনুষ্ঠানিকতা চলমান থাকলেও সেটা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মতভেদ রয়েছে।
এক্ষেত্রে সুরক্ষা এবং জননিরাপত্তার আলাদা সচিব দেয়ার আলোচনাও হচ্ছে। তালিকায় থাকা ব্যক্তিদের নামের যাচাই-বাছাই চলছে। তবে প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর হয়তো বিষয়টি সুরাহা হবে। সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (কারা অনুবিভাগ) মো. মিজানুর রহমান মানবজমিনকে বলেন, এটা প্রধান উপদেষ্টা থেকে শুরু করে জনপ্রশাসনসহ অনেকগুলো ধাপ হয়ে নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত হয়। তাই চূড়ান্ত কিছু হওয়ার আগ পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।
উল্লেখ্য, হাসিনা সরকার পতনের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গত চার মাসে তিনজন সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পান।