Sunday, July 27, 2025

ড.ইউনূসকে প্রশংসায় ভাসালেন আমির হামজা

আরও পড়ুন

সময়ের আলোচিত ইসলামী বক্তা আমির হামজা,সম্প্রতি এক ইসলামী ওয়াজ মাহফিলে অন্তবর্তীকালীন সরকারের প্রধান ড.মুহম্মদ ইউনুসকে প্রশংসায় ভাসিয়েছেন।যা এখন নেট দুনিয়ায় ভাইরাল।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় অন্তবর্তীকালীন সরকার প্রধান ড.ইউনূসের প্রশংসা করে আমির হামজা জনতার উদ্দেশ্যে বলেন,আপনারা কি জানেন,ড.ইউনূসের পিছে কোন দেওয়াল আছে আপনি টের পাচ্ছেন না।

বিভিন্ন ইস্যু তৈরী করে মাঠে নামেন আর বলেন আমরা বাড়ি ঘেরাও করবো,আরে ভাই ড. ইউনূস কি আপনারা এখনো টের পাননি।

আরও পড়ুনঃ  তরুণীর সঙ্গে ৬ বছর ধরে প্রেম, বিয়ে করতে না চাওয়ায় প্রেমিকের কাণ্ড

নিজের ফোন দেখিয়ে আমির হামজা বলেন,আমার এই ফোনে যদি সর্বোচ্চ কারো ফোন আসে,সেটা আসতে পারে তারেক জিয়ার পিএস অপুর কাছ থেকে।কারণ একসাথে আমরা তিন বছর জেলে ছিলাম।

আর ড. ইউনূসের মোবাইলে ফোন আসে একেবারে বারাক ওবামা,জো বাইডেনের কাছ থেকে।ইউনূস সাহেবের কাছে ফোন আসে শি জিনপিং এর কাছ থেকে।তাই আন্দাজে লাফানো বাদ দেওয়ার কথা বলেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ