তাবলিগ জামাতের বিভাজন এক মিনিটে সমাধান সম্ভব
তাবলিগ জামাত বাংলাদেশের দুই পক্ষের বিভাজন এক মিনিটের মধ্যে সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেছেন তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজামের (জুবায়েরপন্থি) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে রাজধানীতে একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বিশ্ব ইজতেমা-২০২৫ আয়োজনে সারাদিন কাজ শেষে ক্লান্ত শরীর নিয়ে রাতে ঘুমানোর সময় সাদপন্থি নামে একটি গ্রুপ টঙ্গী ময়দানে প্রবেশ করে হামলা চালায়। সেই হামলায় আমাদের তিনজন নিহত ও শতাধিক আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের এ হামলা ছিল পূর্ব পরিকল্পিত। সেটার ডকুমেন্ট তারাই রেখে গেছেন।
তাবলীগ জামাতের দুই পক্ষের দ্বন্দ্ব কী নিয়ে শুরু হয়েছিল?
তিনি আরও বলেন, হামলার বিষয়ে আমরা মামলা করেছি। আইনের আওতায় এনে সবাইকে শাস্তি দেওয়া হবে এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাও আমাদের আশ্বস্ত করেছেন। ইতোমধ্যে তাদের একজন গ্রেপ্তার হয়েছে, ইনশাল্লাহ বাকিরাও হবে।
তিনি অভিযোগ করে বলেন, তাবলিগ জামাতের ভেতর ঢুকে তৃতীয় একটি পক্ষ তাবলিগের মেহনতকে নষ্ট করার চেষ্টা করছে। আর হেফাজত ইসলাম একটি অরাজনৈতিক দল। এখানে রাজনীতির কোনো লেশমাত্র নেই।
তিনটি বিষয়কে কেন্দ্র করে তাবলিগে এই বিভাজন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।