দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশের পর্যটনশিল্পের অংশীদারেরা এ বছর পশ্চিমবঙ্গে শুরু হওয়া অষ্টম বেঙ্গল ট্রাভেল মার্টে (বিটিএম) অংশগ্রহণ করা থেকে বিরত থাকছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) শুরু হওয়া তিন দিনের এই মেলায় নেপাল ও ভুটান অংশগ্রহণ করবে। প্রভাবশালী ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
এই মেলায় পশ্চিমবঙ্গসহ ভারতের অন্যান্য রাজ্য এবং প্রতিবেশী দেশ নেপাল ও ভুটানের পর্যটন কেন্দ্রগুলো তুলে ধরা হবে। মেলাটির আয়োজন করছে ইস্টার্ন হিমালয়া ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন (ইএইচটিটিওএ)। এতে সহযোগিতা করছে ভারতের পর্যটনবিষয়ক মন্ত্রণালয়।
গুরুত্বপূর্ণ এই মেলায় বাংলাদেশের অংশগ্রহণ না করার বিষয়ে মেলার আয়োজক কমিটির চেয়ারম্যান সন্দীপন ঘোষ বলেন, ‘বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধিরা জানিয়েছেন, তারা এ বছর বিটিএম-এ যোগ দিচ্ছেন না।’
চলতি বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে বাংলাদেশে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন এবং পরে দেশের রাজনৈতিক পালা বদলের কারণে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও রাজ্যের অন্যান্য অংশসহ সিকিমে বাংলাদেশি পর্যটকদের যাতায়াত বন্ধ হয়ে গেছে। এ বছর অক্টোবর পর্যন্ত সিকিম এবং এর আশপাশের এলাকায় ২৭ হাজারের বেশি বাংলাদেশি পর্যটক ভ্রমণ করেছেন।
আয়োজক ইস্টার্ন হিমালয়া ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেবাশিস চক্রবর্তী আরও জানান, ২০১৮ সাল থেকে উত্তরবঙ্গে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা বেড়ে চলেছে কারণ ভারত সরকার তাদের সিকিম সফরের অনুমতি দেয়। বাংলাদেশি পর্যটকেরা সাধারণত একসঙ্গে উত্তরবঙ্গ ও সিকিম ভ্রমণ করতে পছন্দ করেন।