Wednesday, January 8, 2025

২০৩০ ও ২০৩৪ বিশ্বকাপ ফুটবলের আয়োজকদের নাম ঘোষণা

আরও পড়ুন

২০৩০ এবং ২০৩৪ ফুটবল বিশ্বকাপের আয়োজকদের নাম অনানুষ্ঠানিকভাবে আগেই জানা গিয়েছিল। তবে বুধবার (১১ ডিসেম্বর) ভার্চুয়ালি অনুষ্ঠিত বিশেষ ফিফা কংগ্রেসে সদস্যদেশগুলোর ভোটে আনুষ্ঠানিকভাবে এই দুই বিশ্বকাপের আয়োজক দেশগুলোর নাম ঘোষণা করা হয়েছে।

২০৩০ সালে হতে যাচ্ছে বিশ্বকাপের শতবর্ষী আসর। ১৯৩০ সালে উরুগুয়ের মাটিতে শুরু হওয়া বিশ্বকাপ ফুটবলের শতবর্ষকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে ফিফা। ২০৩০ বিশ্বকাপের মূল আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো হলেও বিশ্বকাপের শতবর্ষ উদযাপনের জন্য লাতিন আমেরিকার তিন দেশ উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতেও তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ  নেই কৃষিজমি, কী করেন রাজধানীতে থাকা ৪২ কৃষি কর্মকর্তা নিজামুল হক

আর ২০৩৪ বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে সৌদি আরব। এর ফলে এক যুগ আবারও বিশ্বকাপ ফিরছে এশিয়ায়। এই মহাদেশে আয়োজিত সবশেষ বিশ্বকাপ অনুষ্ঠিত হয় মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতারে।

বিবিসির খবরে বলা হয়, আজ ফিফার ভার্চ্যুয়াল কংগ্রেসে ভিডিও লিংকের মাধ্যমে ২১১টি সদস্যদেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বিশ্বকাপের আয়োজক এবং শতবর্ষ উদযাপন নিয়ে দুটি ভোট হয়। প্রথম ভোটের মাধ্যমে ২০৩০ শতবর্ষ উদযাপনের আয়োজক হিসেবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ের নাম চূড়ান্ত হয়।

আরও পড়ুনঃ  হাত বিচ্ছিন্ন ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ

সদস্যদেশগুলোর দ্বিতীয় ভোটে ২০৩০ বিশ্বকাপের জন্য স্পেন, পর্তুগাল ও মরক্কো এবং ২০৩৪ বিশ্বকাপের জন্য সৌদি আরবকে আয়োজক হিসেবে চূড়ান্ত করা হয়।

এদিকে বুধবারের ফিফা কংগ্রেসে ২০৩৪ বিশ্বকাপের আয়োজক বিষয়ে ভোটদানে বিরত থেকেছে নরওয়ে। সৌদি আরবকে আয়োজক স্বত্ব দেওয়ার কারণে নয়, বরং যে বিডিং প্রক্রিয়ায় দেশটিকে আয়োজক হওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, তার প্রতিবাদে নরওয়ের এমন অবস্থান বলে লিখেছে বিবিসি।

সর্বশেষ সংবাদ