Friday, January 10, 2025

কুমিল্লা কি অ্যামাজন জঙ্গল থেকে এসেছে: প্রশ্ন জামায়াত আমিরের

আরও পড়ুন

কুমিল্লা বিভাগ নিয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, বিগত সরকারের (আওয়ামী লীগ) আমলে কুমিল্লা নামকে অপমান করা হয়েছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব কুমিল্লার সম্মান (বিভাগ ঘোষণা) ফিরিয়ে দিন।’

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর জামায়াত ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতের আমির বলেন, ‘আপনারা (কুমিল্লাবাসী) বিভাগ পাইলেন না, এটা আপনাদের কপালের দোষ। কারণ আপনাদের জেলার নাম কুমিল্লা। কুমিল্লা জেলাটা কি অ্যামাজন জঙ্গল থেকে এখানে এসে পড়েছে? এটা কি বাংলাদেশের অংশ নয়? মহান মুক্তিযুদ্ধে কুমিল্লার কি কোনও ভূমিকা নাই? যদি থাকে তাহলে কুমিল্লা নামে বিভাগ দিতে অসুবিধা কোথায়? কেন সেটা আটকে রেখেছিলেন? শেখ মুজিবুর রহমান সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার সুকীর্তি অথবা অন্য কিছু সেটার মূল্যায়ন জনগণ করেছেন, জনগণ করবেন, করতে থাকুক। কিন্তু আপনি ওই জায়গার জের ধরে কুমিল্লা বিভাগ দেবেন না! একটা জেলাকে তার নাম ধরে অপমানিত করবেন, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন না।’

আরও পড়ুনঃ  ভারতে লাইভ খবর পড়ার সময় গরমে জ্ঞান হারালেন পাঠিকা

তিনি আরও বলেন, ‘এটা একটা জুলুম। একটা এলাকার লোকদের ওপর নিঃসন্দেহে একটি জুলুম। অনেক জুলুমের মধ্যে এটাও একটি জুলুম। আমরা বর্তমান সরকারকে অনুরোধ করবো, তার (কুমিল্লা বিভাগের) তো সবকিছুই রেডি আছে। আপনারা মেহেরবানি করে তাদের এই হকটা দিয়ে দেন।’

বিগত আওয়ামী লীগ সরকার কুমিল্লা জেলার নামকে ‘অসম্মান’ করেছে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘নামের জন্য কুমিল্লাবাসী যুদ্ধ করে নাই। কুমিল্লার মানুষ বলে নাই সুরমা নদী কিংবা কুশিয়ারা নদীর নামে বিভাগ করেন। কুমিল্লাবাসী এটা বলেন নাই। তারা বলেছেন, আমাদের পরিচয়েই আমাদের বিভাগটা দিয়ে দেন। এমনকি বৃহত্তর নোয়াখালীর লোকেরা বলেন নাই যে লক্ষ্মীপুরের নামে বিভাগ দেন। কেউ বলেনি ফেনীর নামে দেন। তাহলে তারাই যদি না বলে তাহলে কুমিল্লা নামে বিভাগ দেবেন না কেন? এ বিভাগ হওয়া উচিত। বরং আরেকটা কারণে হওয়া উচিত, একটি নামের প্রতি অপমান করা হয়েছে, যত তাড়াতাড়ি পারেন কুমিল্লার সম্মানটা ফিরিয়ে দেন। আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই, যেখানে কোনও বৈষম্য থাকবে না।’

আরও পড়ুনঃ  রাজনৈতিক কার্টুন আঁকার ‘স্বাধীনতা’ ফেরায় আনন্দিত তারেক রহমান

১৯ বছর পর অনুষ্ঠিত হওয়া জামায়াতের এই কর্মী সম্মেলনে জনতার ঢল নামে। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংগঠনের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর জামায়াত ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদ। মঞ্চে উপস্থিত ছিলেন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা

সর্বশেষ সংবাদ