Monday, August 18, 2025

আইনজীবী সাইফুল হত্যায় আরেক আসামি রুমিত দাশ গ্রেপ্তার

আরও পড়ুন

আইনজীবী সাইফুল হত্যায় আরেক আসামি রুমিত দাশ গ্রেপ্তার
চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় আরেক আসামি রুমিত দাশকে আজ বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। এর আগে গতরাতে এই মামলার প্রধান আসামি চন্দন দাশকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ মামলায় দুইজন গ্রেপ্তার হলেন।

আসামি রুমিত দাসকে কোথা থেকে কীভাবে গ্রেপ্তার করা হয় সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

আরও পড়ুনঃ  মুক্তিযুদ্ধের সময় বয়স ছিল ৯ বছর, এখন তিনি মুক্তিযোদ্ধা

পুলিশ জানায়, প্রধান আসামি চন্দন দাসকে বুধবার (৪ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে ভৈরব থানার ওসি মো. শাহিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে।

চন্দন চট্টগ্রামের বান্ডেল রোডের সেবক কলোনির মেথরপট্টি এলাকার মৃত ধারীর ছেলে। পুলিশ জানায়, তিনি ট্রেন থেকে নেমে ভৈরবের মেথরপট্টিতে অবস্থিত শ্বশুরবাড়ি যাওয়ার পথে ছিলেন। চন্দন এই মামলার ১ নম্বর আসামি।

ওসি শাহিন জানান, ঘটনার পর থেকে চট্টগ্রাম ডিবি পুলিশ চন্দনকে গ্রেপ্তার করার জন্য ভৈরবে অবস্থান করছিল। তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানা যায়, তিনি ভৈরবের শ্বশুরবাড়ির আশপাশে অবস্থান করছেন। এরপর পুলিশ সন্ধ্যা থেকে ভৈরব রেলস্টেশনে অবস্থান নেয়। রাত ১১টার দিকে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে রেলস্টেশন থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ  ‘ঢাকায় ট্রাম্পের সমর্থক আটক’-সহ আ. লীগ নিয়ে যা বলছে ভারতীয় মিডিয়া

ওসি আরও জানান, চন্দন ট্রেনে চট্টগ্রাম থেকে রওনা হয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় ভৈরব রেলস্টেশনে পৌঁছান। তিনি স্টেশনে কিছু সময় ঘোরাঘুরি করেন এবং রাত গভীর হলে শ্বশুরবাড়ি আশ্রয় নিতে চেয়েছিলেন। এই অবস্থায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর চট্টগ্রামের এসি দত্ত রোডে এক বিল্ডিংয়ের সামনে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন, যাতে ৩১ জনের নামসহ অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করা হয়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ