Friday, January 10, 2025

একি সুখবর দিলেন মুস্তাফিজুর রহমান

আরও পড়ুন

বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান তার সমর্থকদের সুখবর দিয়েছেন। তিনি এবং তার স্ত্রী সামিয়া পারভীন শিমু প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন। বুধবার (৪ ডিসেম্বর) নিজের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই খবর জানিয়েছেন মুস্তাফিজ।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, আলহামদুলিল্লাহ! সর্বশক্তিমান আল্লাহর অশেষ কৃপায় আজ আমাদের ঘরে একটি পুত্রসন্তান এসেছে। মা এবং সন্তান উভয়েই সুস্থ আছেন। তাদের জন্য আপনাদের দোয়া কামনা করছি।

২০১৯ সালে নিজ জেলা সাতক্ষীরার মেয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া পারভীন শিমুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মুস্তাফিজ।

আরও পড়ুনঃ  আগরতলা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছেন শেখ হাসিনা

প্রসঙ্গত, পারিবারিক কারণ দেখিয়ে মুস্তাফিজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন।

সর্বশেষ সংবাদ