Monday, August 18, 2025

সকলের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের অব্যাহত পদক্ষেপগুলোকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

বাংলাদেশের সকল নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের নেয়া অব্যাহত পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক মুখপাত্র এ কথা জানান। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দেয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের কথিত ‘নিষ্ক্রিয়তার’ অভিযোগের বিষয়টি যুক্তরাষ্ট্র কিভাবে দেখছে, ভয়েস অফ আমেরিকা বাংলার করা এ প্রশ্নের জবাবে স্টেট ডিপার্টমেন্ট থেকে পাঠানো এক ইমেইলে এ কথা জানানো হয়।

মুখপাত্র জানান, আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের উপর সহিংসতা ও তাদের প্রতি অসহিষ্ণুতার যেকোনো ঘটনার নিন্দা জানাই এবং বাংলাদেশের সব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের নেয়া অব্যাহত পদক্ষেপগুলোকে স্বাগত জানাই। স্টেট ডিপার্টমেন্ট থেকে আরও জানানো হয়, যুক্তরাষ্ট্র ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা এবং মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠন করা- মৌলিক স্বাধীনতা হিসেবে সমর্থন করে।

আরও পড়ুনঃ  যেখান থেকে গ্রেফতার হলেন সালমান এফ রহমান ও আনিসুল হক

নিয়মিতভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারসহ যুক্তরাষ্ট্রের সকল অংশীদারদের কাছে একই সমর্থনের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। মানবাধিকারের ক্ষেত্রে সমর্থন অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছে স্টেট ডিপার্টমেন্ট।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ