Friday, January 10, 2025

‘আ.লীগ সব অপকর্মের আগে জয় বাংলা বলতো, বঙ্গবন্ধুকে ব্যবহার করতো’

আরও পড়ুন

‘আওয়ামী লীগ সব অপকর্মের আগে জয় বাংলা বলতো, বঙ্গবন্ধুকে ব্যবহার করতো। মানুষ তা দিনে দিনে বুঝতে পেরে ক্ষুব্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়েছে। কোটা আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতা রক্ত দিয়ে, জীবন দিয়ে হাসিনার পতন ঘটিয়েছে। জুলাই-আগস্টে না ঘটলেও এই অভ্যুত্থান ঘটতোই। কারণ জনগণের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল।’

ফরিদপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশে এসব কথা বলেন বীর মুক্তিযোদ্ধা ও দলটির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। সোমবার (২৫ নভেম্বর) বিকালে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুজাহিদুল ইসলাম সেলিম আরও বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থান সংগঠিত করার জন্য বামপন্থি, প্রগতিশীল ও কমিউনিস্টরা যে-যার জায়গা থেকে আন্দোলন সংগঠিত করেছে। ধাপে ধাপে নিয়ে গেছে চূড়ান্ত পরিণতিতে। তাই শহীদদের এই আত্মত্যাগকে মূল্যায়ন করে এমন ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যতেও কেউ আবার ক্ষমতা কুক্ষিগত করে জনগণের ওপর চেপে না বসতে পারে। কোনও অবস্থায়ই যেন আবার ফ্যাসিস্টরা ফিরে না আসতে পারে, আবারও যাতে ফ্যাসিবাদ কায়েম না হয়, সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’

আরও পড়ুনঃ  এবার প্রকাশ্যে জাবি শিবির সভাপতি-সেক্রেটারি

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আওয়ামী লীগের বয়ান সঠিক বয়ান নয়। সঠিক তথ্য ও ইতিহাস জাতির সামনে নিয়ে আসতে হবে। কোনও অবস্থাতেই একাত্তরের বিজয়ের বিরুদ্ধে গিয়ে নয়, বরং মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়েই তার প্রকৃত ইতিহাস বাস্তবায়নের জন্য আওয়ামী ফ্যাসিস্টদের বিকৃত করা ইতিহাস পুনরুদ্ধার করতে হবে। একাত্তরের এপ্রিলে মুজিবনগরে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রকে ভিত্তি করে আমাদের এগোতে হবে। সংবিধানকে বিগত শাসকরা বারবার ক্ষতবিক্ষত করেছে, সেটা সঠিক করার জন্য প্রয়োজনীয় সংশোধনী করতে হবে।’

আরও পড়ুনঃ  পানিতে ডুবে আলোচিত সেফুদার বড় ভাইয়ের মৃত্যু

কমিউনিস্ট, বামপন্থি, প্রগতিশীল গণতান্ত্রিক শক্তির যুক্তফ্রন্ট কমিটি তৃণমূল পর্যায়ে গড়ে তোলার আহ্বান জানিয়ে সেলিম বলেন, ‘সেই কমিটিগুলোর নেতৃত্বেই আগামী দিনে আমরা রাষ্ট্রক্ষমতায় যাবো। তাদের মধ্য থেকেই সরকারি কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। পুরনো রাষ্ট্র ব্যবস্থা পুরোপুরি ঢেলে সাজিয়ে প্রকৃত বিপ্লবের মাধ্যমে নতুন দেশ গড়ে তুলবো আমরা।’ শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের সম্মিলিত অংশগ্রহণে ভবিষ্যৎ সরকার গঠনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আরও ২০ বছর, ৩০ বছর পরও সংস্কার প্রয়োজন হবে। তাই প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া এগিয়ে নিতে হবে।’

আরও পড়ুনঃ  গুলি করে হত্যা: পরিবার বলছে ছাত্রদল করতো, পুলিশের দাবি মাদক ব্যবসায়ী

জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আজাদ আবুল কালামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল, কেন্দ্রীয় নেতা রফিকুজ্জামান লায়েকসহ নেতৃবৃন্দ.

সর্বশেষ সংবাদ