Monday, August 18, 2025

আরও পড়ুন

‘মদিনায় খালি পায়ে যাওয়ায় ইমরান খানের ওপর ক্ষুব্ধ হয়েছিল সৌদি’
সৌদি আরবে ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি গতকাল বৃহস্পতিবার হঠাৎ একটি ভিডিও বার্তা দেন। এতে তিনি দাবি করেছেন, তার স্বামী ইমরান খান খালি পায়ে মদিনায় যাওয়ার তার ওপর ক্ষুব্ধ হয়েছিল সৌদি আরব। এই ঘটনার পর সৌদি থেকে সাবেক সেনাপ্রধান কামারখান বাজওয়ার কাছে ফোন আসা শুরু করে বলেও দাবি করেছেন তিনি। এরমাধ্যমে মূলত ইমরান খানের ক্ষমতাচ্যুতির পেছনে সৌদির হাত আছে বলে ইঙ্গিত দিয়েছে বুশরা।

আরও পড়ুনঃ  ৩৫ বছরে এমন ভয়াবহ বন্যা দেখেনি স্থানীয়রা, উদ্ধারকাজে সেনাবাহিনী, নিহত ৭

তার এমন মন্তব্যের পর পুরো পাকিস্তানজুড়ে তোলপাড় চলছে। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফসহ ক্ষমতাসীন দলের সবাই বেশ সমালোচনা করেছেন। সৌদি আরবকে নিয়ে ‘কটু মন্তব্য’ করায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়েছেন শেহবাজ।

অপরদিকে বুশরা বিবির এই অভিযোগকে ভিত্তিহীন হিসেবে অভিহিত করেছেন সাবেক সেনাপ্রধান বাজওয়া।

বুশরা এমন অদ্ভুত দাবি করে ভিডিও বার্তায় বলেন, “ইমরান খান যখন খালি পায়ে মদিনায় গিয়েছিল। তৎকালীন সেনাপ্রধান তখন ফোন পাওয়া শুরু করেন। তাকে (বাজওয়া) প্রশ্ন করা হয়, ‘এই ব্যক্তি কে যাকে আপনার সঙ্গে নিয়ে এসেছেন। আমরা এ ধরনের ব্যক্তিসম্পন্নকে চাই না। এরপর থেকে তারা (সৌদি) আমাদের বিরুদ্ধে কুৎসা রটানো ও ইমরানকে ইহুদির দালাল হিসেবে অভিহিত করা শুরু করে।”

আরও পড়ুনঃ  ভারতে ভেঙে দেওয়া হলো ১৮৫ বছরের পুরনো মসজিদের একাংশ

পাকিস্তানের সরকার বলছে বুশরা বিবির এই মন্তব্য একটি ‘আত্মঘাতী বক্তব্য’। এরমাধ্যমে সৌদির সঙ্গে পাকিস্তানের যে ভাতৃপ্রতীম সম্পর্ক আছে সেটি নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

ইমরান খান মদিনায় খালি পায়ে হাঁটার পর সৌদি থেকে কোনো ফোন আসেনি দাবি করে সাবেক সেনাপ্রধান বাজওয়া বলেছেন, “সৌদি আরব পাকিস্তানের বন্ধু ও উপকারী। পাকিস্তানের পুরো ইতিহাসে সৌদি তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এমনটি ইমরান খানের আমলেও। বুশরা বিবির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।”

আরও পড়ুনঃ  ‘শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে গেছে

এদিকে আগামী ২৪ নভেম্বর পুরো দেশে সভা সমাবেশ করবে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ। এই সমাবেশের ওপর বুশরার এ মন্তব্যের প্রভাব পড়বে বলে আশঙ্কা করছে দলটির নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ