Friday, January 10, 2025

শাকিবকে জড়িয়ে ধরে ‘ইমোশনাল’ পরীমণি

আরও পড়ুন

শাকিবকে জড়িয়ে ধরে ‘ইমোশনাল’ পরীমণি
ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের ডাকে তারকাদের হাঁট বসেছিল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। উপলক্ষ্যে ছিল হাইজিনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্সের ‘টাইলক্স হাইজিনিক আবাস’ নামের একটি ক্যাম্পেইনের উদ্বোধন।

যেখানে একে একে হাজির হয়েছেন অপি করিম, সিয়াম আহমেদ, পরীমনি, বিদ্যা সিনহা মিম, পূজা চেরী, দীঘি, কোনাল, সালহা খানম নাদিয়া, মিম মানতাসা, শবনম ফারিয়া, সারিকা, সাবরিন, কোনাল, কনা, স্পর্শিয়া, প্রীতম হাসান ও শেহতাজের মতো শোবিজাঙ্গনের জনপ্রিয় সব তারকারা।

আরও পড়ুনঃ  সরকারি অফিসে দুই এক পয়সা না দিলে অফিস চলেনা, এটা তো সিস্টেম: উপ-খাদ্য পরিদর্শক

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তারকাদের মিলনমেলার সেই আয়োজনের বিভিন্ন মুহূর্ত, ছবি ও ভিডিও। যেখানে একটি ক্লিপ দর্শকের বেশি নজরে এসেছে। সেটি হচ্ছে মেগাস্টার শাকিব খান ও পরীমণির আলিঙ্গনের মুহূর্ত।

রিমার্ক-হারল্যানের পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর শাকিব খান তার প্রতিষ্ঠানের বিভিন্ন পন্যর ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে অভিনেত্রী-নায়িকাদের যুক্ত করিয়েছেন। সেখানে শোবিজাঙ্গনের প্রায় সকল পরিচিত মুখই রয়েছে।

‘দরদ’ দেখতে যাচ্ছেন শাকিব, সঙ্গে থাকছে একঝাঁক তারকা
শাকিবের ডাকে হাজির নায়িকারা, নেই অপু-বুবলী
নতুন প্রেম নিয়ে ‘প্র্যাঙ্ক’ করেছেন পরীমণি!
শোরুম উদ্বোধনে গিয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, চলে গেলেন পরীমণি

আরও পড়ুনঃ  নিজেকে ১০ এ ৪ দিতে চান আসিফ নজরুল

মঙ্গলবার (১৯ নভেম্বর) পরীমণিও শাকিবের ডাকে এই প্রতিষ্ঠানের আয়োজনে অংশ নিয়েছিলেন। অভিনেত্রীর নিজের ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে অনুষ্ঠানে প্রবেশ করছেন পরী। এসময় শাকিব খানের সঙ্গে দেখা করেন তিনি। একে অপরকে আলিঙ্গন করেন।

ঢালিউড সুপারস্টারকে জড়িয়ে ধরার সময় বেশ ‘ইমোশনাল’ দেখা যায় অভিনেত্রীকে। যে কারণে ভিডিও ক্লিপটি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

শাকিব-পরীমণির ওই ভিডিওতে ভক্তরাও বেশ মজার মজার বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ তাদের সুন্দর এই মুহূর্তের প্রশংসা করেছেন। আবার কেউ দু’জনকে একসঙ্গে নতুন সিনেমায় কাজ করতে দেখতে চেয়েছেন।

আরও পড়ুনঃ  মাকে হত্যার পর ডিপফ্রিজে রেখে দেন ছেলে, নেপথ্যে যে কারণ

তবে নায়ককে জড়িয়ে ধরে পরী কেন ‘ইমোশনাল’ হয়ে যাচ্ছিলেন, সেই প্রশ্নও তুলেছেন অনেকে।

পরীমণিকে সবশেষ দেখা গেছে ‘রঙিলা কিতাব’ ওয়েব সিরিজে। অন্যদিকে শাকিব খানকে দেখা গেছে ‘দরদ’ সিনেমায়।

সর্বশেষ সংবাদ