Monday, August 18, 2025

ইজতেমার ১ম পর্বে জুবায়েরপন্থিরা, ২য় পর্বে আসতে পারেন মাওলানা সাদ

আরও পড়ুন

ইজতেমার ১ম পর্বে জুবায়েরপন্থিরা, ২য় পর্বে আসতে পারেন মাওলানা সাদ
আগামী ৩১ জানুয়ারি শুরু হচ্ছে দুই পর্বের বিশ্ব ইজতেমা। এবারের আয়োজনেও প্রথম পর্বের ইজতেমা করার সুযোগ পাচ্ছেন শুরায়ী নেজাম বা মাওলানা জুবায়ের আহমদের অনুসারীরা। অপরদিকে দ্বিতীয় পর্বের ইজতেমা করবেন মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা।

রোববার (১৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র এবং শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে

আরও পড়ুনঃ  ধান শুকানোর খলা দখল নিয়ে সংঘর্ষ, আহত ৫০

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথম পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে অংশ নেবেন শুরায়ী নেজামের অনুসারীরা।

অন্যদিকে দ্বিতীয় পর্বের ইজতেমা ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ৯ ফেব্রুয়ারি। এই পর্বে অংশ নেবেন মাওলানা সাদের অনুসারীরা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের ইজতেমায় বাংলাদেশে মাওলানা সাদ কান্ধলভী আসতে পারে। যেহেতু এবারও জুবায়েরপন্থিদের প্রথম ধাপে ইজতেমা করার সুযোগ দেওয়া হচ্ছে সেহেতু মাওলানা সাদ কান্ধলভীকে ইজতেমায় আসার শর্ত দিয়েছেন তার অনুসারীরা।

আরও পড়ুনঃ  ১৮ মাসের মধ্যে যেন নির্বাচন হতে পারে সেজন্য সরকারকে সহায়তা করব: সেনাপ্রধান

বিশ্ব ইজতেমার মাঠ হস্তান্তর সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম পর্বের আয়োজনকারীরা আয়োজন শেষে ইজতেমার মাঠ ঢাকার বিভাগীয় কমিশনারের নেতৃত্বে গঠিত বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুতি সংক্রান্ত কমিটিকে ৪ ফেব্রুয়ারি বিকেল ৩টার মধ্যে বুঝিয়ে দেবেন। আর দ্বিতীয় পর্বের আয়োজনকারীরা ৪ ফেব্রুয়ারি বিকেলে এ কমিটির কাছ থেকে ইজতেমার মাঠ বুঝে নেবেন এবং ইজতেমা শেষে ১১ ফেব্রুয়ারি দুপুরে কমিটির কাছে মাঠ হস্তান্তর করবেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ