Friday, January 10, 2025

শিক্ষার্থীদের হাতে স্মার্টফোন মাদকের চেয়ে ভয়াবহ: ইউএনও নাজমুন নাহার

আরও পড়ুন

পাবনার ভাঙ্গুড়া উপজেলার মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলে ২০২৫ সালের এসএসসি নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।

অভিভাবক সমাবেশ
এই সময় তিনি বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নৈতিক শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষার্থীরা যাতে পিতা-মাতা, শিক্ষক ও গুরুজনদের সম্মান করতে শেখে, সেদিকে নজর দিতে হবে। কেবল ভাল রেজাল্ট দিয়ে বা সার্টিফিকেট অর্জন করে সমাজের উন্নয়ন সম্ভব নয়; বরং নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলী সম্পন্ন শিক্ষার্থীরাই দেশকে এগিয়ে নিতে পারে।

আরও পড়ুনঃ  ঘুরতে গিয়ে বাবার কাঁধে সন্তানের লাশ

নাজমুন নাহার শিক্ষার্থীদের স্মার্টফোন থেকে দূরে রাখার আহ্বান জানান এবং বলেন, শিক্ষার্থীদের এই বয়সে স্মার্টফোন ব্যবহার থেকে বিরত রাখলে তারা শিক্ষায় মনোযোগী হবে। মোবাইল ফোনের অযাচিত ব্যবহারের ফলে অনেক শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট হয়েছে, যা মাদকের চেয়েও খারাপ। তিনি অভিভাবকদেরও সন্তানদের প্রতি নজর রাখার পরামর্শ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতিকুজ্জামান, দাতা সদস্য ডা. গোলাম মোস্তফা, প্রতিষ্ঠাতা সদস্য ডা. মমতাজ খানম, এবং সাবেক ভাইস চেয়ারম্যান জাফর ইকবাল হিরোক। প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল হাকিমসহ অন্যান্য শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক আব্দুল মতিন।

আরও পড়ুনঃ  ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

সর্বশেষ সংবাদ