Monday, August 18, 2025

সাবেক ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশে দিল ছাত্র-জনতা

আরও পড়ুন

সাবেক ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশে দিল ছাত্র-জনতা
কুষ্টিয়ার কুমারখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রাসেল হোসেনকে (২৮) আটক করেছে ছাত্র-জনতা। তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেল ৪টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর রেলগেটে এ ঘটনা ঘটে।

আটক রাসেল হোসেন কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের জাহেদপুর গ্রামের মতিনের ছেলে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে শেখ হাসিনার ছবি, যা জানা গেল

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মোটরসাইকেলযোগে রাসেলসহ দুজন শহরের মজমপুর রেলগেট এলাকা দিয়ে যাওয়ার সময় ছাত্র-জনতা তাকে চিনে ফেলে। এ সময় মোটরসাইকেল থামিয়ে রাসেলকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সদস্য সদস্য (এমপি) ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য সেলিম আলতাফ জর্জের আশীর্বাদপুষ্ট ছিলেন রাসেল। সেলিম আলতাফ জর্জ এমপি থাকাকালে টেন্ডারবাজি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, অবৈধ বালু উত্তোলনসহ নানা অভিযোগ ছিল রাসেলের বিরুদ্ধে। চলতি বছরে উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

আরও পড়ুনঃ  মামলার আসামি কি না জানি না, ছাত্র আন্দোলনের সাথে ছিলাম: বাণিজ্য উপদেষ্টা

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান বলেন, গত ১৯ সেপ্টেম্বর মডেল থানায় হওয়া একটি নাশকতা মামলার আসামি ছিলেন রাসেল। তাকে কঠোর নজরদারিতে রেখেছিল পুলিশ। বিকেলে সোর্সের মাধ্যমে তার অবস্থান জানতে পেরে পুলিশ তাকে মজমপুর গেট থেকে আটক করে। এ সময় উত্তেজিত জনতা দু-একটা কিলঘুষি মেরে থাকতে পারে। তার বিরুদ্ধে কুমারখালী থানায় একাধিক মামলা রয়েছে। তাকে বুধবার সকালে আদালতে পাঠানো হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ