Saturday, April 19, 2025

কনসার্ট আয়োজন করে মঞ্চে উঠতে দেয়া হলো না তাসরিফের ব্যান্ডকে

আরও পড়ুন

জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে কনসার্টে পারফর্ম করতে গিয়ে খারাপ এক অভিজ্ঞতার মুখে পড়েন। তা তিনি দীর্ঘ এক পোস্টের মাধ্যেমে শেয়ার করেছেন।

তাসরিফ লেখেন, ‘রাত ৩টা বেজে ৪ মিনিট, জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আমার সমস্ত শ্রোতাদের কাছে ক্ষমা চেয়ে লেখা শুরু করছি। মাঝে মাঝে কথা বলা উচিত, কথা বলতে হয়।’

তার ভাষায়, ‘কুড়েঘর ব্যান্ডের ৮ বছরের যাত্রায় আজকের রাতের মতো বাজে অভিজ্ঞতার শিকার আমরা এর আগে হইনি। মূলত এই কনসার্ট এর আয়োজক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘মানিকগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতি’। প্রথমে আমাদের স্টেজ টাইম জানানো হয় ১০ তারিখ রাত ৮ টায়। শো এর আগের দিন আয়োজক রা আমাদের বলেন আমরা স্টেজে উঠবো রাত ১১ টায়। উনাদের জানানো সময় অনুয়ায়ী আমরা রাত ১০ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসে পৌঁছাই।’

আরও পড়ুনঃ  বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে ভারত: মির্জা ফখরুল

পরের প্রসঙ্গ টেনে তিনি বললেন, ‘এসেই শুনি উনাদের প্রোগ্রামে মিস ম্যানেজমেন্ট হচ্ছে, আমাদেরকে আরও পরে ওঠানো হবে। সময় গড়াতে গড়াতে রাত ৩ টা পর্যন্ত অপেক্ষা করে আমরা জানতে পারি তাদের মিস ম্যানেজমেন্ট এর জন্য আমাদের পারফর্ম করা হচ্ছে না। এখানে কয়েকটা ব্যাপার ঘটলো।’

হতাশা নিয়ে তাসরিফ বললেন, ‘আপনারা যে শুধু একটা ব্যান্ড কে ৫ ঘন্টা অপেক্ষা করিয়ে পারফর্ম করতে দেননি ব্যাপারটা তা নয়, আপনারা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন আমাদের শ্রোতাদের। তাদের অনেকেই এই পোস্ট না দেখলে হয়তো এটাও জানতো না যে কুড়েঘর এসেছিল এবং তাদের মতোই অপেক্ষা করে ছিল তাদের গান শোনাতে!!’

আরও পড়ুনঃ  ঢাবিতে ইফতারির পাশাপাশি ৫০০ টাকা করে পেলেন শিক্ষার্থীরা

‘বাংলাদেশের ব্যান্ড সিনারিওতে এই গল্প কোন নতুন গল্প নয়। বাস্তবতা হচ্ছে সকল ব্যান্ড প্রায় সব কনসার্টেই সময় মতো পৌঁছে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করে পরে পারফর্ম করে এবং কেউ এটা নিয়ে কখনও কমপ্লেইন করে না। আমরা যারা ব্যান্ড করে পারফর্ম করে বেড়াই, কেবল আমরাই জানি একটা কনসার্ট এর গুরুত্ব আমাদের কাছে কতটুকু রয়েছে কিংবা প্রতি শো এর পেছনে আমাদের কত গল্প কত আবেগ জড়িয়ে থাকে।’

আরও পড়ুনঃ  ঈদ উপহারের শাড়ি পেলেন দুই বন্ধুর স্ত্রী, সমালোচনার জবাব দিলেন ব্যারিস্টার সুমন

শ্রোতাদের কাছে ক্ষমা চেয়ে তিনি বললেন, ‘আজকে যারা আমাদের শ্রোতা হয়ে অপেক্ষা করেছেন, আপনারা আমাদের ক্ষমা করবেন। জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় আমাদের পরম ভালোবাসার একটি প্রতিষ্ঠান। নিশ্চই আবার দেখা হয়ে যাবে আপনাদের সাথে। আপনাদের অবগতির জন্য সম্মানের সাথে জানাতে চাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, ‘মানিকগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতি’ এর আয়োজিত কোন কনসার্ট এ কুড়েঘর ব্যান্ড আর কখনো অংশগ্রহণ করবে না।

সর্বশেষ সংবাদ