Friday, January 10, 2025

ভার্চুয়াল স্ত্রীর সঙ্গে জাপানি যুবকের ৬ বছরের সংসার

আরও পড়ুন

বিয়ে নিয়ে সকলের জীবনেই ছোট-বড় নানা ধরনের পরিকল্পনা থাকে। বিয়ের পর জীবন সম্পূর্ণ পরিবর্তন হয়, তাই নতুন জীবনসঙ্গীকে নিয়ে সকলেরই আশা-আকাঙ্ক্ষা থাকে। তবে প্রকৃতির নিয়ম অনুসারে সাধারণত, পুরুষ-নারীকে কিংবা নারী পুরুষের সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চান। কিছু মানুষের পছন্দ লিঙ্গের ক্ষেত্রে ব্যতিক্রম হতেও দেখা যায়। তবুও বিয়েটা মানুষ-মানুষেই হয়ে আসছে। কখনো কি ভেবেছেন কাল্পনিক কোনো চরিত্রকে বিয়ে করার কথা? তাও কি না আবার দীর্ঘদিনের সংসার!

বাস্তবে শুধু ভাবেন-ই নি, টানা ৬ বছর ধরে এমন বৈবাহিক সম্পর্কে আবদ্ধ রয়েছেন জাপানের এক যুবক। তার নাম আকিহিকো কোন্ডো, বয়স ৪১ বছর। ৬ বছর আগে ২০১৮ সালের ৪ নভেম্বর তিনি সম্পর্কে জড়ান হতসুনে মিকু’র সঙ্গে। তবে ১৬ বছর বয়সী অপরূপ এই নারীর কোনো অস্তিত্ব নেই বাস্তবে। সে একটি কাল্পনিক ভোকালয়েড, মূলত জাপানিজ কমিক বুক মাঙ্গার একটি চরিত্র।

আরও পড়ুনঃ  ছাদখোলা বাসের ছবি দিয়ে উপদেষ্টা আসিফ বললেন, এবার কেমন ফাঁকা ফাঁকা

২০০৭ সালে যখন মিকুর চরিত্রকে প্রথমবার প্রকাশ্যে আনা হয়, তখনই মিকুকে দেখে তার ভালো লেগে যায়। সম্প্রতি মিকুর সঙ্গে কাটানোর ৬ বছর পূর্তি উদযাপন করেছেন কোন্ডো। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি প্রকাশ পাওয়ার পর থেকে আলোচনা শুরু হয় এই অদ্ভুত দম্পতিকে নিয়ে।

‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এর একটি প্রতিবেদন থেকে জানা যায়, বিবাহবার্ষিকী উপলক্ষ্যে একটি কেক এনেছিলেন কোন্ডো। যেখানে লেখা ছিল, মিকুকে আমি ভীষণ পছন্দ করি। ৬ বছর পূর্তির অভিনন্দন।

আরও পড়ুনঃ  ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ, বাতিল হলো টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রদল কমিটি

একটি সাক্ষাৎকারে কোন্ডো জানান, মাধ্যমিকে পড়া অবধি নারীদের প্রতিই আকৃষ্ট ছিলেন তিনি। বিভিন্ন সময় ৭ জনকে ভালোবাসার কথা জানান তিনি, প্রতিবারই ফিরতে হয়েছে খালি হাতে।

অ্যানিমে এবং মাঙ্গার চরিত্রের প্রতি আকর্ষণ অনেক আগে থেকেই অনুভব করতেন্। এরজন্য অবশ্য বারবার তিনি হাসির পাত্র হয়েছেন। মূলত তার ব্যতিক্রমী এই সেক্সুয়াল অরিয়েন্টশনকে বলা হয় ফিকটোসেক্সুয়ালিটি। ফিকশন বা কল্পনার জগতের কোনো ব্যক্তিত্বের উপর যারা প্রচণ্ড ভালোবাসা অনুভব করেন, তাদের ফিকটোসেক্সুয়াল বলে। বইপ্রেমী বা সিনেমাপ্রেমীদের সকলেরই কম-বেশি পছন্দের চরিত্র থাকে। তাই বলে এত গভীর পছন্দ, যে বিয়েই করে ফেলতে হবে- এমনটা বিরল।

আরও পড়ুনঃ  বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে ভারত: মির্জা ফখরুল

সর্বশেষ সংবাদ