Sunday, August 17, 2025

আরেকটি বিপ্লব হবে, সেটি হবে ইসলামের: গোলাম পরওয়ার

আরও পড়ুন

রুকন সম্মেলনে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘৫ আগস্টের পর আরেকটি বিপ্লব হবে, আর সেটা হবে ইসলামের বিপ্লব। সে জন্য সব রুকন ভাইবোনকে প্রস্তুত থাকতে হবে।’

শুক্রবার (৮ নভেম্বর) কুষ্টিয়া জেলা জামায়াতের উদ্যোগে আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে আয়োজিত রুকন সম্মেলনে তিনি এ কথা বলেন। জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ারদারের পরিচালনায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে আগামী দুই বছরের জন্য জেলা আমিরের শপথ করানো হয়। জেলা আমির আবুল হাশেমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসাইন, অঞ্চল টিম সদস্য একেএম আলী মুহসিনসহ জেলার নেতারা।

আপনার মতামত লিখুনঃ
আরও পড়ুনঃ  নিউইয়র্কে পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস

সর্বশেষ সংবাদ