ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস
আগে থেকেই বোঝা যাচ্ছিল, এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন খুব একটা সহজ হবে না। হাড্ডাহাড্ডি লড়ে হোইট হাউসে যেতে হবে ডেমোক্র্যাটের কমলা হ্যারিস অথবা রিপাবলিকানের ডোনাল্ড ট্রাম্পকে। যদিও এর প্রতিফলন ফল প্রকাশের শুরুতে খুব একটা দেখা যায়নি। বিভিন্ন অঙ্গরাজ্যে বিজয়ের হাসি হেসে একটানা এগিয়ে যাচ্ছিলেন ট্রাম্প, গড়ছিলেন ইলেক্ট্রোরাল ভোটের বড় ব্যবধান। বাংলাদেশ সময় বেলা ১১টার পর থেকে কমতে শুরু করে তাদের দূরত্ব। দুপুর সোয়া ১২টার ফল বলছে সাবেক প্রেসিডেন্ট ২৫টি অঙ্গরাজ্যে জিতে ২৪৬ ইলেক্ট্ররাল ভোট পেয়েছেন। আর কমলা জিতেছেন ১৩টি অঙ্গরাজ্য, পেয়েছেন ১৮৭ ভোট। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
ভোটগ্রহণ শেষে গণনা শুরু হলে বিশ্বের তীক্ষ্ন দৃষ্টি এখন ফলাফলের দিকে। ৫০ অঙ্গরাজ্যের দেশটিতে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প এবার নিয়ে তৃতীয় বার লড়ছেন এই পদে। প্রথমবার ২০১৬ সালে হিলারি ক্লিনটনকে হারিয়ে হোয়াইট হাউসে পৌঁছান রিপাবলিকান এই নেতা। তবে, ২০২০ সালে সুপ্রসন্ন হয়নি তার ভাগ্য। জো বাইডেনের কাছে হেরে বিদায় নেন তিনি। এরপর এবার শক্তিশালী সমর্থক নিয়ে মাঠে নামেন। আর তার বিজয়কে সুনিশ্চিত করতে নেন নানা পরিকল্পনা।
নিজের প্রচার কার্যক্রমে ট্রাম্প হামলার মুখোমুখিও হন এবার। কান ছুঁয়ে চলে যায় গুলি। আহত ট্রাম্পের চলে চিকিৎসা। এতে মানুষের মনে আরও বেশি দাগ কাটেন ট্রাম্প। এ ছাড়া সীমান্ত পরিকল্পনা, বিশ্বের বিভিন্ন দেশকে সহযোগিতা, ধর্মীয় ইস্যুতে জনসমর্থন হারাতে থাকে বাইডেন সরকার। এর প্রভাব পড়ে তার দলের এবারের প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ওপর।
যদিও কমলার সমর্থন যেসব এলাকায় ছিল, তাতে এখন পর্যন্ত ভাগ বসাতে পারেননি ট্রাম্প। এমনকি যেখানে অল্পবিস্তর এগিয়ে ছিলেন কমলা, সেখানেও তিনিই প্রভাব বিস্তার করে আছেন ফলাফলে।
নির্বাচনি জরিপের শুরুতে ২০টি অঙ্গরাজ্যে ট্রাম্প জেঁকে বসেছিলেন। সেই অঙ্গরাজ্যগুলোতে জিতেছেন তিনি। যদিও বাকি আছে ওকলাহোমা। সেখানে ইলেক্টোরাল ভোট সাতটি। আর আলাস্কাতে প্রভাব বিস্তার করে থাকা ট্রাম্পের ফলাফল এখনও পাওয়া যায়নি।
এদিকে কমলার প্রভাব বিস্তার করে রাখা ১৩টি অঙ্গরাজ্যের মধ্যে ফল এসেছে সাতটিতে। বাকি আছে কোলোরাডে (৯), কানেকিকাট (৭) ডেলাওয়ের (৩), ডিসট্রিক্ট অব কলম্বিয়া (৩), ম্যারিল্যান্ড (১০), নিউ জার্সি ( ১৪)। এ ছাড়া অল্পবিস্তর কমলার দিকে ঝুঁকে থাকা অঙ্গরাজ্যগুলোর মধ্যে জয় পেয়েছেন নিউ ম্যাক্সিকো (১৪) ও ভার্জিনিয়ায় (১৩)। এমন আরও যেসব অঙ্গরাজ্যগুলোর ফল আসতে পারে কমলার পক্ষে, সেগুলো হলো—মেইন (৪), মিনেসোটা (১০), নিউ হ্যাম্পশায়ার (৪)। এ ছাড়া ট্রাম্পের দিকে ঝুঁকে থাকা হাওয়াই থেকে চারটি ইলেক্টোরাল ভোট পেয়েছেন কমলা।
যদিও সুইং ভোটেই জিততে হবে যেকোনো প্রার্থীকে বলে যে কথা প্রচলিত ছিল, সেটিই বাস্তব দেখা যাচ্ছে। ট্রাম্প যে কারণে জিতে যেতে পারেন, তা ওই সুইং অঙ্গরাজ্যের জোরে। সেখানে জর্জিয়ার ১৬টি, নর্থ ক্যারোলিনার ১৫টি ও উইয়োমিংয়ের তিনটি ইলেক্টোরাল জিতে নিয়েছেন এই প্রার্থী। যদিও বাকি আছে বড় আরও তিনটি অঙ্গরাজ্যসহ মোট চারটি। এর মধ্যে আছে—মিশিগান-১৬, পেনসিলভানিয়া-২০, অ্যারিজোনা-১১, নেভাদা-৬ এবং উইসকনসিনে ৬টি। যদিও এর মধ্যে নেভাদায় পপুলার ভোটে এগিয়ে আছেন ট্রাম্প।
সব মিলিয়ে সাতটি সুইং অঙ্গরাজ্যের মোট ৯৩ ভোটের মধ্যের ৩৪টি জিতেছেন ট্রাম্প। ফল প্রকাশ হয়েছে তিনটির। আর বাকি চারটিতে ইলেক্টোরাল ভোট বাকি আছে মোট ৫৯টি