বিশ্বের অন্যতম ধনী ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে ৩৫ মিলিয়ন ডলার (৪১৭ কোটি টাকা) মূল্যের একটি প্রাসাদ কিনে আবারও সংবাদের শিরোনাম হয়েছেন।
তার ১১ সন্তান এবং তাদের মায়েদের জন্য কেনা ১৪ হাজার ৪০০ বর্গফুটের ওই প্রাসাদে রয়েছে ছয়টি বেডরুমসহ অনেক সুযোগ-সুবিধা। প্রাসাদটি মাস্কের বাসভবন থেকে ১০ মিনিটের হাঁটার দূরত্বে অবস্থিত।
দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্ক বিপুল পরিমাণ অর্থ খরচ করে এই প্রাসাদ কিনেছেন কারণ তার সন্তানেরা যাতে মিলেমিশে থাকতে পারে। তারা যেন একে অপরের জীবনের অংশ হতে পারে।
এর আগে সামাজিক যোগাযোগের মাধ্যম এক্স’এ ৫৩ বছর বয়সি মাস্ক জন্মহার কমানোর বিষয়ে তার শঙ্কার কথা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, শিশু জন্ম নেওয়া একটি জাতীয় জরুরি বিষয় হওয়া উচিত।
বর্তমানে ইলন মাস্কের ১১টি সন্তান রয়েছে। ২০০২ সালে তার প্রথম স্ত্রী জাস্টিন মাস্কের সঙ্গে তার প্রথম সন্তান আকস্মিকভাবে মাত্র ১০ মাস বয়সে মারা যায়। এরপর তিনি জাস্টিনের সঙ্গে ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) এর মাধ্যমে পাঁচ সন্তানের বাবা হন। এর পরে তাদের বিচ্ছেদ হয় যায়।
এরপরে ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে মাস্কের তিনটি সন্তান হয় সঙ্গীতশিল্পী গ্রাইমসের সঙ্গে, যার প্রকৃত নাম ক্লেয়ার বৌচের। ২০২১ সালে স্পেসএক্সের প্রতিষ্ঠাতা তার ব্রেন টেকনোলজি স্টার্ট-আপ ‘নিউরালিঙ্ক’-এর নির্বাহী কর্মকর্তা শিভন জিলিসের সঙ্গে গোপনে আইভিএফের মাধ্যমে সন্তানের বাবা হন। চলতি বছরের শুরুর দিকে মাস্ক নিশ্চিত করেছেন, তিনি এবং জিলিসের আরও একটি সন্তান হয়েছে। তবে ইলন মাসে শুধুমাত্র জিলিস তার সন্তানদের সঙ্গে নিয়ে এই প্রাসাদে এসেছেন।
অন্যদিকে, সন্তানদের অধিকার নিয়ে গ্রাইমস মাস্কের সঙ্গে আইনি লড়াই চলছে ইলন মাস্কের। ফলে ইলন মাস্কের নতুন কেনা প্রাসাদে গ্রাইমসের আসার সম্ভাবনা অনেক কম।